Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

স‍্যামসাং ও মোটোরোলার পর এবার নোকিয়াও তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। গত বছর অর্থাৎ 2019 সালে টেক জগতে ফোল্ডেবল স্মার্টফোনের একটি ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছিল, যা এই বছরেও চালু থাকবে। এইচ‌এমডি গ্লোবালের অন্তর্গত কোম্পানি নোকিয়াও একটি ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে। এই লিস্টে অবশ্য নোকিয়া ছাড়া শাওমিও আছে।

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Moto G8 এবং Moto G8 Power, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে জানা গেল স্পেসিফিকেশন

একটি রিপোর্ট অনুযায়ী নোকিয়া বর্তমানে একটি ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে। এই ফোনটি Motorola Moto Razr এর মতো ডিজাইনের সঙ্গে পেশ করা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনটি এই বছর অর্থাৎ 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের শুরুর দিকে লঞ্চ করা হতে পারে। আপাতত এই ফোনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। 

ফোল্ডেবল ফোন ছাড়াও এইচ‌এমডি গ্লোবাল Nokia 9 PureView এর আপগ্ৰেডেড ভার্সন Nokia 9.2 এর ওপর কাজ করছে। এই ফোনটি সম্পর্কে কয়েক দিন আগেই শোনা গিয়েছিল। এই ফোনটির কিছু স্পেসিফিকেশন লিকের মাধ্যমে জানা গেছে।

আরও পড়ুন: Exclusive: মার্চ মাসে ভারতে আসবে iQOO ব্র‍্যান্ড, এটি হবে Vivo এর চেয়ে একদম আলাদা

রিপোর্ট অনুযায়ী নোকিয়ার এই আগামী স্মার্টফোন Nokia 9.2 অথবা Nokia 9.2 PureView নামে লঞ্চ করা হতে পারে। ওয়েবসাইটে বলা হয়েছে কোম্পানি এই ফোনটি আগামী মাসে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস MWC 2020 এর বদলে মে বা জুন মাসে প্রথমবারের জন্য টেক জগতে আনবে। এই ফোনের অন‍্যতম বিশেষত্ব হল এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে যা এই ফোনটিকে 5জি কানেক্টিভিটি দেবে। এনপিইউ জানিয়েছে এই ফোনের ক‍্যামেরা সেগমেন্ট Nokia 9.1 PureView এর থেকে আলাদা হবে।

আবার Nokia 9.2 / Nokia 9.2 PureView সম্পর্কে আরেকটি ওয়েবসাইট নোকিয়ামোব ডট নেট জানিয়েছে এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 48 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। এই ওয়েবসাইটে আরও বলা হয়েছে কোম্পানি Nokia 9.2 থেকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক সরিয়ে দিতে পারে এবং এতে ওয়ারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এখন আপাতত Nokia 9.2 PureView সম্পর্কে সঠিক তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

সোর্স

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here