হোটেল অথবা চেঞ্জিং রুমে লুকানো ক‍্যামেরা এবং মাইক মোবাইল ফোনের সাহায্যে কিভাবে খুঁজে বের করবেন?

কয়েক দিন আগে পুনের একটি রেষ্টুরেন্টে ঘটে যাওয়া একটি ঘটনা গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। খবর পাওয়া গেছিল যে পুনের একটি রেষ্টুরেন্টের মহিলা শৌচালয়ে ক‍্যামেরা লুকানো ছিল, যা মানুষের অজান্তেই তাদের অযাচিত ভিডিও রেকর্ড করছিল। একটি মেয়ে যখন লুকিয়ে রাখা ক‍্যামেরা সম্পর্কে সন্দেহ করে তখন সে পুলিশের কাছে রিপোর্ট করে। এই ঘটনা যথেষ্ট ধিক্কারজনক হ‌ওয়ার সঙ্গে সঙ্গে কেসটি জনসমক্ষে আসায় মেয়েদের সুরক্ষার দিক থেকে গোটা দেশকে আবার লজ্জিত হতে হয়েছে। এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় যে কোনো ব‍্যাক্তির সাথে হতে পারে। তাই প্রত‍্যেকের উচিত ব‍্যাক্তিগত সুরক্ষার কথা ভেবে নিজের থেকে সজাগ হ‌ওয়া। আজ আমরা এমনই কিছু সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি যা জানার পর খুব সহজেই আপনি আপনার এবং আপনার কাছের মানুষদের এই ধরনের ঘটনার হাত থেকে বাঁচাতে পারবেন।

আরও পড়ুন : TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা

আপনি কি এখন এটাই ভাবছেন যে একটি লুকানো ক‍্যামেরা বা মাইক যদি ছোট একটি বাটনের মাপের হয় তবে তা খুঁজে বের করা কিভাবে সম্ভব? ক‍্যামেরা ও মাইক্রোফোন ডিটেক্টর তো আর সব জায়গায় বয়ে বেড়ানো সম্ভব নয়। জানিয়ে রাখি এই ধরনের ডিটেক্টর সব সময়ই আপনার হাতে থাকে, তবে আপনি এর ব‍্যবহার করতে জানেন না। ঠিকই ধরেছেন, ফোনের কথাই বলছি। আপনি আপনার ফোনকেই ক‍্যামেরা ও মাইক্রোফোন ডিটেক্টর হিসেবে করতে পারবেন, শুধু একটি অ্যাপলিকেশন ইনস্টল করতে হবে।

এই অ্যাপের নাম “হিডেন ক‍্যামেরা ডিটেক্টর”। সবচেয়ে বড় কথা এই অ্যাপটি ব‍্যবহার করাও অত্যন্ত সহজ। আপনাকে শুধু এই অ্যাপটি ইনস্টল করতে হবে, তারপর একটি মাত্র ক্লিকে এই অ্যাপটি তার কাজ শুরু করে দেবে। আপনার ফোনে হিডেন ক‍্যামেরা ডিটেক্টর অ্যাপ ইনস্টল করে ওপেন করলে শুরুতে এটি আপনার ফোনের ক‍্যামেরাসহ আরও কিছু অ্যাক্সেস চাইবে। এটি অ্যালাউ করার পর প্রথমে “ডিটেক্ট ক‍্যামেরা বাই রেডিয়েশন মিটার” এর অপশন আসবে।

আরও পড়ুন : Jio এর 555 টাকা, Airtel এর 558 টাকা এবং Vodafone এর 569 টাকার প্ল‍্যান, জেনে নিন কোনটি কতটা লাভজনক

ডিটেক্ট ক‍্যামেরা বাই রেডিয়েশন মিটারে ক্লিক করা মাত্র এটি এর কাজ শুরু করে দেবে। স্ক্রিনে একটি গোল সার্কেল দেখা যাবে এবং নিচের দিকে একটি সবুজ রঙের সোজা লাইন চলতে থাকবে। এই লাইনের নিচে একটি দাগের মধ্যে লেখা থাকবে ক‍্যামেরা আছে না মাইক্রোফোন। এরপর আপনার ফোনটি আশেপাশের সেইসব জিনিসের কাছে নিয়ে যান যেখানে আপনার মনে হয় ক‍্যামেরা লুকানো থাকতে পারে। যদি সেখানে কিছু না থাকে তবে সবুজ লাইনটি সোজা চলতে থাকবে। যখনই কোনো ক‍্যামেরা বা মাইক্রোফোনের রেডিয়েশন পাওয়া যাবে তৎ‍ক্ষণাৎ এই লাইনটি জিগজ‍্যাগ হয়ে যাবে। আবার যখন ক‍্যামেরা ডিটেক্ট হয়ে যাবে তখন লাইনটি লাল হয়ে যাবে এবং ডিটেক্টের অ্যালার্ম বাজতে শুরু করবে।

এমনকি এই অ্যাপটি মোবাইল ও কম্পিউটারের ক‍্যামেরা পর্যন্ত ডিটেক্ট করতে সক্ষম। রেডিয়েশন বেশি হলে লাইনটি কালো হয়ে যাবে এবং লাইনটি এ‍কেবেকে চলতে থাকবে। এর থেকেই আপনি বুঝে যাবেন কিছু গড়বড় আছে।

আরও পড়ুন : পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক‍্যামেরা

হিডেন ক‍্যামেরা ডিটেক্টের অ্যাপটি ব‍্যবহার করতে আমাদের কোনো সমস্যা হয়নি এবং এটি ক‍্যামেরা ডিটেক্ট করতেও সক্ষম। এছাড়া মাইক্রোফোন এবং রেডিয়েশন সম্পর্কেও তথ্য দেয়। তবে যখন একবার আপনি কোনো ক‍্যামেরা একবার ডিটেক্ট করে নেবেন তারপর অ্যাপটি সম্পূর্ণভাবে বন্ধ না করে আবার ডিটেক্ট করার চেষ্টা করলে নতুন তথ্য আগের চেয়ে একদম আলাদা হবে। তবে বেশি দূর থেকে ক‍্যামেরা ডিটেক্ট করা যায় না।

অ্যাপটির ইনফ্রারেড ক‍্যামেরা ডিটেক্টর অপশন‌ও ভালো কাজ করে এবং এটি কম আলোতেও বলে দিতে পারে ক‍্যামেরা কোথায় আছে। অ্যাপের টিপস অ্যান্ড ট্রিকস অপশনে লুকানো ক‍্যামেরা কিভাবে খুঁজবেন তার পদ্ধতি লেখা আছে, যা ব‍্যাক্তিগত সুরক্ষার জন্য অত্যন্ত উপযোগী। মোট কথা অ্যাপটি খুবই ভালো, তবে এতে কিছু পরিবর্তন‌ও দরকার। ফ্রি অ্যাপে অনেক বেশি অ্যাড দেখা যায়। তাই চাইলে মাত্র 50 টাকার বিনিময়ে আপনি প্রিমিয়াম অ্যাপ উপভোগ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here