Exclusive : Vivo Y19 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা

চীনের টেক কোম্পানি Vivo এই মাসে থাইল্যান্ডে তাদের Vivo Y19 লঞ্চ করেছে। এবার এই ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়ার জন্য প্রস্তুত। আমরা কয়েক দিন আগে এক্সক্লুসিভ জানিয়েছিলাম এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে। এবার আমরা আমাদের রিটেইল সোর্স থেকে জানতে পেরেছি যে Vivo Y19 ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ মডেলের দাম 13,990 টাকা হবে।

আরও পড়ুন : Jio এর 555 টাকা, Airtel এর 558 টাকা এবং Vodafone এর 569 টাকার প্ল‍্যান, জেনে নিন কোনটি কতটা লাভজনক

এছাড়া আমরা আরও জানিয়েছিলাম যে কোম্পানি তাদের Vivo Y17 ফোনটি ডিসকন্টিনিউ করতে পারে। Vivo Y19 ফোনটির যা দাম এখন সেই দামে মার্কেটে Vivo Y17 এর অপশন আছে। এই কারণেই কোম্পানি Vivo Y19 লঞ্চের পর Vivo Y17 ফোনটি ডিসকন্টিনিউ করতে পারে। এই মুহূর্তে আপাতত Vivo Y19 এর দাম ছাড়া লঞ্চ ডেট সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।

Vivo Y19 স্পেসিফিকেশন

যেহেতু ইতিমধ্যে Vivo Y19 ফোনটি বিদেশে লঞ্চ করা হয়েছে তাই ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করেছে এবং এর নাম দেওয়া হয়েছে হ‍্যালো ডিসপ্লে। এতে 3ডি কার্ভড গ্লাস ব‍্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক‍্যামেরা

Vivo Y19 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে এবং কোম্পানি এতে মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের। এই সেট‌আপে যে দ্বিতীয় সেন্সরটি দেওয়া হয়েছে সেটি এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের এবং এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়া এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ম‍্যাক্রো ফোটোগ্ৰাফির জন্য দেওয়া এই সেন্সরটিকে কোম্পানি একে সুপার ক্লোজআপ লেন্স নাম দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y19 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিমযুক্ত এই ফোনে 4জি ভোএলটিইর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here