Nokia আনতে চলেছে সুপারের থেকেও ভালো 5টি নতুন ফোন, ইন্ডিয়াতে জলদিই এন্ট্রি নেবে এই অতুলনীয় স্মার্টফোন গুলি

Nokia তার Nokia X সিরিজের স্মার্টফোন NokiaX10 আর Nokia X20 এপ্রিলে লঞ্চ করেছিল। এই হ‍্যান্ডসেটের সাথে কোম্পানি Nokia C10, C20 আর Nokia G10, G20 স্মার্টফোন‌ও লঞ্চ করেছিল। আবার এখন মনে হচ্ছে যে Nokia ভারতীয় বাজারের জন্য Nokia X10 আর Nokia X20 স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি করছে। লঞ্চের আগে এই দুটি হ‍্যান্ডসেট‌কে Nokia এর ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। Nokia ওয়েবসাইটে SAR (Specific Absorption Rate) এর তথ্য সামনে এসেছে। এই লিস্টিং এ Nokia X10 আর X20 হ‍্যান্ডসেটকে তাদের SAR এর সাথে লিস্ট করেছে। এছাড়া ওয়েবসাইটে SAR সেক্শানে Nokia C20, G10 আর Nokia G20 স্মার্টফোন‌কেও লিস্ট করেছে, যার থেকে আশা করা যাচ্ছে যে ফোন গুলি জলদিই মার্কেটে লঞ্চ করা হবে।

Nokia X10, X20, C20, G10 আর G20 কে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে।

Nokia এর ইন্ডিয়ান ওয়েবসাইটে Nokia X10, X20 লিস্টিং‌কে সবচেয়ে আগে টেক ওয়েবসাইট NokiaMob এ স্পটকরা হয়েছিল। এস‌এআর সেক্শানে এই হ‍্যান্ডসেট গুলির উল্লেখের সাথে আমরা নিশ্চিত রূপে এটা মানতে পারি যে নোকিয়া ভারতে নতুন এক্স-সিরিজ, জি-সিরিজ আর সি-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি করছে। নোকিয়ার ওয়েবসাইটে এস‌এআর সেক্শানে এখন পর্যন্ত শুধু ভারতে লঞ্চ হতে চলা ফোনকেই লিস্ট করা হয়েছে।

উদাহরনের জন্য কোম্পানি ভারতে Nokia 8.3 5G পেশ করেনি। আবার ওয়েবসাইটে এই হ‍্যান্ডসেটে‌র কোনো উল্লেখ‌ও নেই। এটি দেখে এই নতুন ফোনগূলিকে নোকিয়া ওয়েবসাইটে এস‌এআর মূল‍্যের সাথে লিস্ট করেছে, এখন এটি অনুমান করা যায় নিশ্চিত রূপে যে এই ডিভাইস গুলি খুব শীঘ্রই দেশে লঞ্চ হতে চলেছে।

Nokia X10 আর Nokia X20 এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স

Nokia X সিরিজের এই ফোনটি 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1080 × 2400 পিক্সেল রেজিউলেশনের 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে সাপোর্ট করে। স্মার্টফোন গুলির স্ক্রিন ফ্লিকার ফ্রি গেমিং টেকনোলজিতে তৈরি এবং 450 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। Nokia X10 আর Nokia X20 কে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সাথে ডুয়াল মোড 5G সাপোর্ট করা কোয়ালকম এর স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটে রান করে।

Nokia X10 আর Nokia X20 দুটোই ডুয়াল সিম ফোন যা ভো‌এলটিই এবং দুটি ব‍্যান্ড সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথেই সিকিউরিটি‌র জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার এই নোকিয়া ফোনে ফেস আনলক ফিচার্স‌ও সাপোর্ট করে। এই নোকিয়া ফোন 3.5মিমি জ‍্যাক আর গুগল অ্যাসিস্টেন্ট বাটনের সাথে বাজারে এসেছে। এভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia X10 আর Nokia X20 তে 4,470 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে যা ওটিজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here