চীনা স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 2 5G ফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • Lava Agni 2 5G ফোনটি মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে।
  • এর সাথে Lava Agni 2 Pro স্মার্টফোনটিও মার্কেটে লঞ্চ হতে পারে।
  • এই লাভা মোবাইলে MediaTek Dimensity 1080 দেওয়া হতে পারে।

ভারতীয় মোবাইল কোম্পানি Lava এর 5G ফোন Agni 5G ভারতীয় মার্কেটে 17,990 টাকা দামে সেলের জন্য উপলব্ধ৷ সাম্প্রতিক খবর অনুযায়ী শীঘ্রই এই মোবাইল ফোনের নতুন এবং অ্যাডভান্স মডেল Lava Agni 2 5Gও লঞ্চ হতে চলেছে। এই তথ্যটি টেক ওয়েবসাইট প্রাইস বাবার মাধ্যমে সামনে এসেছে, যিনি বলেছেন যে Lava Agni 2 Pro স্মার্টফোনটিও শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের জন্য প্রস্তুত Samsung Galaxy A54 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Lava Agni 2 5G স্মার্টফোনের সম্ভাব্য দাম

Lava Agni 2 5G ফোনটি মার্চ বা এপ্রিলের মাঝামাঝি ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে। অফিসিয়াল লঞ্চের পরপরই ফোনটির সেল শুরু হয়ে যাবে। অনুমান করা হচ্ছে যে এই Lava মোবাইলটি 20,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে পারে এবং Pro মডেলের দাম 25,000 টাকা পর্যন্ত হতে পারে।

Lava Agni 2 5G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ 90Hz ডিসপ্লে।
  • 8GB RAM+ 128GB
  • MediaTek Dimensity 1080
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • 44W 5,000mAh ব্যাটারি

Lava Agni 2 5G ফোনটি অক্টাকোর প্রসেসরে লঞ্চ হতে পারে,যেখানে MediaTek Dimensity 1080 চিপসেট দেখা যাবে। এই ফোনে 8GB RAM মেমরি থাকতে পারে, যার সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। এই লাভা মোবাইল একাধিক মেমরি ভেরিয়েন্টে সেলের জন্য পেশ করা হতে পারে। আরও পড়ুন: ওয়েবসাইটে তালিকাভুক্ত Vivo T2 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হবে এই লো বাজেট স্মার্টফোন

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক ক্যামেরা প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া যেতে পারে, যা OIS ফিচার সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।

Lava Agni 2 5G ফোনে একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে, যা 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। সিকিউরিটির জন্য এই স্মার্টফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Lava মোবাইলে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। আরও পড়ুন: OTT-তে সহজেই দেখতে পারেন অ্যাকশনে ভরপুর এইসব South Indian সিনেমাগুলি, একটুও নিরাশ হবেন না…

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here