এবার লিক হল Nothing Phone (1) এর রিটেল বক্স এর ভিডিও, জেনে নিন ফোনের সাথে বক্সে আর কি কি দিচ্ছে কোম্পানি

Nothing Phone (1) স্মার্টফোনটি লঞ্চ হতে আর বেশিদিন বাকি নেই। Nothing-এর প্রথম স্মার্টফোন লঞ্চের আগে এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে নানা ধরনের তথ্য সামনে এসেছে। লঞ্চের ঠিক আগে, Nothing Phone (1) এর রিটেল বক্সের ভিডিও এবং আনবক্সিং এর ছবি সামনে এসেছে। ভিডিওতে দেখা গেছে এই ফোনের রিটেল বক্সটি বেশ পাতলা। রিপোর্ট অনুযায়ী ক্রেতারা ফোনের সাথে বক্সে চার্জার পাবেন না। Nothing Phone (1) এর একটি আনবক্সিং ছবিও সামনে এসেছে, যেখানে চার্জারটি দেখা যায় নি। যদিও এর আগে বলা হয়েছিল Nothing Phone (1) এর সাথে 33W ফাস্ট চার্জিং সলিউশন দেওয়া হবে।

এর পাশাপাশি Nothing কোম্পানির টিকটকে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গেছে আসন্ন Nothing Phone (1) এ একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। যা অনেক দ্রুত কাজ করে। Nothing এর প্রথম স্মার্টফোন ফোন (1) 12 জুলাই লঞ্চ হবে।Nothing ব্র্যান্ডের এই ফোনটি ভারতে Flipkart এবং Reliance Digital থেকে কেনা যাবে।

Nothing Phone (1) Retail Box

YouTuber গৌরব চৌধুরী ওরফে টেকনিক্যাল গুরুজি একটি ভিডিও পোস্ট করে আসন্ন Nothing Phone (1) এর রিটেল বক্সের একটি আভাস দেখিয়েছেন। এই ভিডিওটির মাধ্যমে বলা হয়েছে যে, কীভাবে Nothing ব্র্যান্ড ভবিষ্যতের জন্য ফোনের রিটেল বক্সটিকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান এবং জিরো প্লাস্টিক দিয়ে তৈরি করেছে। এর পাশাপাশি এই ফোনের বক্সে প্রিন্ট এর জন্য কেমিক্যাল কালির পরিবর্তে সয়াবিনের কালি ব্যবহার করা হয়েছে। ফোনটির স্লিম বক্স দেখে অনুমান করা হচ্ছে যে এই ফোনের সঙ্গে কোম্পানি চার্জার দেবে না। এছাড়াও, Nothing Phone (1) স্মার্টফোনটি পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা হয়েছে।

Nothing Phone (1) Unboxing

Nothing Phone (1) স্মার্টফোনের একটি আনবক্সিং ছবি টুইটারে শেয়ার করা হয়েছে। এই ছবিতে Nothing Phone (1) এর রিটেল বক্স একটি ট্রান্সপারেন্ট TPU কেস দেখা যাচ্ছে। এই লিক হওয়া ছবিটি Nothing Phone (1) এর সাদা রঙের ভেরিয়েন্টের ছবি। এর আগে লিক হওয়া একটি রিপোর্টে এই ফোনের স্মোক ট্রান্সপারেন্ট কেস দেখা গেছিল। অর্থাৎ, সাদা রঙের ভেরিয়েন্টের সাথে, কোম্পানি একটি স্বচ্ছ কেস অফার করবে এবং কালো রঙের ভেরিয়েন্টের সাথে, কোম্পানি একটি স্মোক ট্রান্সপারেন্ট কেস অফার করবে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশন

Nothing Phone ব্র্যান্ডের এই প্রথম স্মার্টফোনটি Qualcomm Snapdragon 778G+ প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP Sony IMX766 সেন্সর হবে যা OIS সাপোর্ট করবে। এর সাথে, ফোনের সেকেন্ডারি ক্যামেরাটি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ পেশ করা হবে। এই স্মার্টফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে Nothing Phone (1) এর রিটেল বক্সে চার্জারটি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। Nothing Phone (1) স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here