Nothing Phone (2) এর ভারত লঞ্চ এবং ডিসপ্লে সাইজ কনফার্ম করা হয়েছে, ফ্লিপকার্টে সেল হবে এই ফোন

Highlights

  • এই ফোনটি তৈরি করতে পুনর্ব্যবহারযোগ্য এবং জৈব-ভিত্তিক প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে।
  • Nothing Phone 2 ফোনে 6.7-ইঞ্চি ডিসপ্লে থাকবে।
  • নেক্সট জেনারেশন ফোনে 3 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে।

Nothing Phone (2) স্মার্টফোনটি লঞ্চের বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে। কিছুদিন আগে কোম্পানি একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিল ফোনটি জুলাই মাসে লঞ্চ হবে। এছাড়াও এটি স্পষ্ট যে আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি এই ফোনটি ভারতেও লঞ্চ হবে, যা Flipkart এর তালিকা দ্বারা কনফার্ম করা হয়েছে। কোম্পানি এবার ধীরে ধীরে এই স্মার্টফোন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করছে। আরও পড়ুন: Snapdragon 6 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল Moto G stylus 5G (2023), জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Flipkart এ তালিকাভুক্ত Nothing Phone (2)

Flipkart-এ ফোনটির জন্য আলাদা মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ফোনটির ভারত লঞ্চের বিষয়ে সাইটে কোনও তথ্য নেই। অন্যদিকে Nothing তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে Nothing Phone (1) ফোনের উত্তরসূরী Nothing Phone (2) সম্পর্কিত নতুন কিছু তথ্য প্রকাশ করেছে।

Nothing Phone (2) ফোনের স্পেসিফিকেশন (নিশ্চিত)

  • এই ফোনে আগের ফোনের তুলনায় 0.15 ইঞ্চি বড় ডিসপ্লে পাওয়া যাবে। Nothing Phone 1 ফোনে 6.55-ইঞ্চি ডিসপ্লে ছিল অর্থাৎ Nothing Phone 2 ফোনে একটি 6.7-ইঞ্চি স্ক্রিন থাকবে।
  • কোম্পানি নিশ্চিত করেছে যে এটি তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনের সাথে 3 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করবে।
  • এছাড়াও ইউজাররা 4 বছরের জন্য ফোনে সিকিউরিটি আপডেট পাবেন।
  • এই ফোনটিতে একটি 4,700mAh ব্যাটারি থাকবে। অর্থাৎ কোম্পানি আগের ফোনের তুলনায় এই ফোনে 200mAh ব্যাটারি বাড়াতে চলেছে।
  • এর আগে Carl Pei অফিসিয়ালি কনফার্ম করেছেন যে Nothing Phone (2) ফোনে Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে।

এই ফোনের বিভিন্ন পার্টস পুনর্ব্যবহারযোগ্য প্রোডাক্ট দিয়ে তৈরি

সাম্প্রতিক একটি টুইটে, কোম্পানি জানিয়েছে যে কোম্পানি পুরানো মডেলের তুলনায় নতুন ফোনের বেশিরভাগ অংশে তিনগুণ বেশি পুনর্ব্যবহারযোগ্য এবং বায়ো-বেসড প্রোডাক্ট ব্যবহার করছে। 9টি সার্কিট বোর্ডে 100% পুনর্ব্যবহৃত টিন, প্রধান সার্কিট বোর্ডে 100% পুনর্ব্যবহৃত তামা এবং 28টি স্টিল পার্টসে 90 শতাংশ পুনর্ব্যবহৃত স্টিল ফয়েল ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন: Samsung Galaxy F54, Realme 11 Pro, OnePlus Nord 3 সহ জুন মাসে লঞ্চ হবে এইসব দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন তালিকা

প্লাস্টিক ফ্রি প্যাকেজিং এর সাথে আসবে Nothing Phone 2

Nothing Phone 2 ফোনে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং দেওয়া হবে, যা @FSC_IC মিক্স সার্টিফাইড হবে। এতে 60 শতাংশ পুনর্ব্যবহৃত ফাইবার ব্যবহার করা হবে। এর সাথে ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হবে, যেটি 100 শতাংশ renewable এনার্জি থেকে তৈরি।

Nothing 2 ফোনে @SGS_SA সার্টিফাইড 53.45 কেজি কার্বন ব্যবহার করা হয়েছে, যা আগের ফোনের থেকে 5 কেজি কম। আরও পড়ুন: জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here