শীঘ্রই লঞ্চ হবে Nothing Phone (2), জেনে নিন কি বলছে কোম্পানি

Highlights

  • Nothing Phone (2)-এর নাম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে।
  • জুন মাসের পরে ফোনটি মার্কেটে লঞ্চ হবে।
  • এই ফোনেও ট্রান্সপারেন্ট বডি এবং গ্লিফ লাইট দেখা যাবে।

মার্কেটে প্রবেশ করার আগে থেকেই Nothing Phone (1) ফোনটি শিরোনামে ছেয়ে ছিল। এই ফোনের অসাধারণ ট্রান্সপারেন্ট ডিজাইন এটিকে ইউজারদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। আজ নাথিং ব্র‍্যান্ডটি তাদের দ্বিতীয় স্মার্টফোন‌ Nothing Phone (2)-এর অফিসিয়াল ঘোষণা করেছে। আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে এগিয়ে Apple, দ্বিতীয় স্থানে রয়েছে Samsung, জেনে নিন ডিটেইলস

নাথিং ফোন (2) এর লঞ্চ সম্পর্কিত কোম্পানির বয়ান

নাথিং কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে এই নতুন ফোন লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানি টুইটে Nothing Phone (2) ফোনের নাম ঘোষণা করে দিয়েছে। টুইট ছাড়া‌ও কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের পেজটি লাইভ করে দিয়েছে যা আপনি (এখানে ক্লিক করে) দেখতে পারবেন। ​

Nothing Phone (2)-এর লঞ্চ ডেট

কোম্পানি ফোনের নাম জানানো‌র সঙ্গে Nothing Phone (2) ফোনটি এই গ্রীষ্মে‌ই লঞ্চ হতে চলেছে এটিও জানিয়েছে। কোম্পানি এখ‌ন‌‌ও পর্যন্ত কোন নির্দিষ্ট দিনে ফোন লঞ্চের কথা জানায়নি, কিন্তু আশা করা হচ্ছে ব্র‍্যান্ডের ফোনটি জুন, জুলাই অথবা আগস্ট মাসের মাঝে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: 40 হাজার টাকারও কম দামে iPhone 14 কেনার দারুণ সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস

নাথিং ফোন (2)- এর সম্ভাব‍্য ফিচার

  • ট্রান্সপারেন্ট বডি
  • প্রিমিয়াম ডিজাইন
  • গ্লিফ লাইট
  • অ্যালার্ট স্লাইডার

নাথিং ব্র‍্যান্ডের সিইও কার্ল পেই আগেই জানিয়েছেন Nothing Phone (2) ফোনটি প্রিমিয়াম হতে চলেছে এবং এটি নাথিং ফোন 1 এর তুলনায় অধিক অ্যাডভান্স হবে। এই ফোনেও কোম্পানির আগের ফোনের মতো ট্রান্সপারেন্ট বডি দেখা যাবে। এই মোবাইলে ট্রান্সপারেন্ট বডি এলিমেন্টের ব‍্যবহার করা হয়েছে, ফলে ফোনের ভিতরে‌র পার্টস‌ও বডির বাইরে থেকে দেখা যাবে।

আশা করা হচ্ছে Nothing Fold (2) ফোনেও গ্লিফ লাইটিং দেখা যাবে। এই এল‌ইডি স্ট্রিপের সেটের ফোনের বডিতে ফিট করা থাকে এবং কল অথবা নোটিফিকেশন আসলে এটি ব্লিঙ্ক করে। এখ‌ও পরিস্কার জানা যায়নি কিন্তু আশা করা হচ্ছে এই ফোনে একটি ডেডিকেটেড বাটন দেওয়া হতে পারে, যেটি ওয়ানপ্লাসের অ্যালার্ট স্লাইডার অথবা আইফোনের সাইড সুইচ বাটনের মতো কাজ করবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OPPO A98 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Nothing Phone (2)-এর সম্ভাব‍্য স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 8 series SoC
  • 12GB RAM + 256GB storage
  • 120Hz AMOLED display
  • 5,000mAh battery

নাথিং ফোন (2)-এর সম্পর্কে কোম্পানি ঘোষণা করে দিয়েছে এই ফোনটি কোয়ালকমের 8 সিরিজের স্ন‍্যাপড্রাগন চিপসেটে লঞ্চ হতে পারে। আশা করা যেতে এই ফোনটি কোম্পানি স্ন‍্যাপড্রাগন 8 জেন 2 অক্টাকোর প্রসেসরসহ লঞ্চ করতে পারে। ফোনটি 12 জিবি র‍্যাম মেমোরি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করতে পারে।

লিক রিপোর্ট অনুযায়ী Nothing Phone(2) ফোনে 120 হার্টস রিফ্রেশরেট যুক্ত এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানি‌র এই নতুন নাথিং ফোনটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। আরও পড়ুন: 10 মে লঞ্চ হতে চলেছে Google এর ফোল্ডেবল Pixel Fold ফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here