Home খবর চিরতরে কমে গেল Nothing Phone (2) এর দাম, জেনে নিন নতুন দাম

চিরতরে কমে গেল Nothing Phone (2) এর দাম, জেনে নিন নতুন দাম

ভারতে Nothing Phone (2) এর দাম পাকাপাকিভাবে কমিয়ে দেওয়া হয়েছে এবং এখন থেকে এই ফোনটি আগের চেয়েও কম দামে কেনা যাবে। এই বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া এই ফোনে স্ন্যাপড্রাগন 8+ জেন 1 SoC, 50MP ডুয়েল রেয়ার চাম্রা সেটআপ এবং 120Hz AMOLED ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচার রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ক্ত কমল এই ফোনের দাম।

Nothing Phone (2) এর নতুন দাম

Nothing Phone (2) এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন