Home খবর Flipkart Sale উপলক্ষে আসতে চলেছে ট্রান্সপারেন্ট ডিজাইনের সবচেয়ে সস্তা এই স্মার্টফোন

Flipkart Sale উপলক্ষে আসতে চলেছে ট্রান্সপারেন্ট ডিজাইনের সবচেয়ে সস্তা এই স্মার্টফোন

ট্রান্সপারেন্ট ডিজাইনের Nothing Phone 2 কেনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোম্পানি আগামী Flipkart Big Billion Day Sale উপলক্ষে এই ফোনের হোয়াইট কালার ভেরিয়েন্টের সবচেয়ে সস্তা ফোন প্রথম বার সেল করতে চলেছে। মনে করিয়ে দিই এই বছরের জুলাই মাসে Nothing Phone 2 ফোনটি ডার্ক গ্রে এবং হয়াই কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। তখন থেকে এই ফোনের হোয়াইট কালার অপশন শুধুমাত্র 12GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ সহ সেল করা হয়। এবার এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্ট আসতে চলেছে।

ফ্লিপকার্ট সেলে লঞ্চ হবে সস্তা Nothing Phone 2

ফ্লিপকার্ট টিজ করে জানিয়েছে Flipkart Big Billion Day Sale উপলক্ষে 8GB + 128GB স্টোরেজ সহ ফোনটির হোয়াইট কালার অপশন পেশ করা হবে। এছাড়া এই সময় ফোনটি কম দামে সেল করা হবে। তবে দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। জানিয়ে রাখি এই বছর Flipkart Big Billion Days 2023 আগামী 8 অক্টোবর থেকে শুরু হয়ে চলবে 15 অক্টোবর পর্যন্ত।

Nothing Phone (2) এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন