নাথিং তাদের (2a) সিরিজের Plus ভার্সন বাজারে পেশ করেছে। এই ফোনটি Nothing Phone (2a) Plus নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিজাইন আগের মডেলের মতোই এবং স্পেসিফিকেশন আগের মডেলের থেকে অনেকটাই ভালো দেওয়া হয়েছে। নতুন স্মার্টফোনটি MediaTek Dimensity 7350 Pro চিপসেট, RAM বুস্ট ফিচার সহ 20জিবি পর্যন্ত RAM, তিনটি 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন Nothing Phone (2a) স্মার্টফোন সম্পর্কে।
Nothing Phone (2a) Plus এর দাম এবং সেল
- Nothing Phone (2a) Plus স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনের বেস মডেল 8জিবি RAM +256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হয়েছে।
- টপ মডেল 12জিবি RAM + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
- এই ফোনটি ব্ল্যাক এবং গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- 7 আগস্ট দুপুর 12:00টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির সেল শুরু হবে।
- কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একইসঙ্গে নো-কোস্ট EMI অপশন পাওয়া যাবে।
Nothing Phone (2a) Plus এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির FHD+এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1,300 নিটস ব্রাইটনেস এবং 2160 / 1920 হার্টস PWM ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। এই ফোনে ডিসপ্লে সিকিউরিটির জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে মালী-G610 MC4 GPU সহ MediaTek Dimensity 7350 Pro SoC চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট সহ লঞ্চ হওয়া প্রথম ফোন। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের (2a) মডেলের থেকে 10 শতাংশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে 12জিবি RAM রয়েছে। এতে 8জিবি RAM বুস্টার ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে 20জিবি পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গের এতে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ক্যামেরা: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত EIS এবং Auto focus সহ 50 মেগাপিক্সেল Samsung GN9 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে 50W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন 56 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে।
ওএস: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং নাথিং ওএস 2.6 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
অন্যান্য: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং, ডুয়েল স্টিরিয় স্পিকার, 5G সাপোর্ট, 13 5জি ব্যান্ড সাপোর্ট 4জি LTE, Wi-Fi 6, Bluetooth 5.3 এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।