Nothing Phone 2a ফোনে পাওয়া যাচ্ছে 4 হাজার টাকা ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস

ভারতে আগামী 4 মার্চ ট্রান্সপারেন্ট ডিজাইন সহ Nothing Phone 3a স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। যারা এর আগে Nothing Phone 2a ফোনটি কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর রয়েছে। বর্তমানে এই ফোনের দামে দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টটি 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে আমাজন ইন্দিয়াতে এই সুন্দর ডিজাইনের ফোনে 23% ছাড় দেওয়া হচ্ছে। ফলে এই ফোনটি মাত্র 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও এই ফোনে বেশ কিছু ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone 2a ফোনের অফার

  • ব্যাঙ্ক অফার সহ এই ফোনের 8GB+128GB ভেরিয়েন্টের দাম 19999 টাকা পড়বে। আমাজনের পক্ষ থেকে 18,900 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
  • কোনো ব্যাক্তি পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে তিনি এক্সচেঞ্জ বোনাস পাবেন। পুরনো ফোনের মডেল এবং কন্ডিশনের ভিত্তিতে এই বোনাস দেওয়া হবে।
  • তবে কোম্পানির সাইটে ফোনটির 8GB+128GB ভেরিয়েন্ট এখনও পর্যন্ত 23,999 টাকা। 8GB+256GB ভেরিয়েন্ট 25,999 টাকা এবং 12GB+256GB ভেরিয়েন্ট 27,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ ফোনটি কোম্পানির সাইটে এখনও লঞ্চ প্রাইসেই সেল করা হচ্ছে।

ব্যাঙ্ক অফার

  • Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যাবহার করলে Prime মেম্বাররা 5% এবং অন্যান্য গ্রাহকরা 3% ব্যাঙ্ক বেনিফিট পাবেন। তবে এই অফার EMI অর্ডার এবং Amazon বিজনেস ট্রাজংকশনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
  • অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের EMI এর ক্ষেত্রে ₹7,500 বা তার চেয়ে বেশি কেনাকাটার ওপর 7.5% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹750) পাওয়া যাচ্ছে।
  • HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI (6 মাস বা তার চেয়ে বেশি) করালে ₹5,000 বা তার বেশি কেনাকাটা করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹1,000) পাওয়া যাবে।
  • ফেডারাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI করালে ₹5,000 বা তার বেশি কেনাকাটা করলে 7.5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹1,000) উপভোগ করা যাবে।

Nothing Phone (2a) ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: নাথিং ফোন (2a) ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিটস পীক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস 5 রয়েছে।
  • প্রসেসর: নাথিং ফোন (2a) ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.8 জিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: নাথিং ফোন (2a) ফোনে ব্র্যান্ডের পক্ষ থেকে 12জিবি র‍্যাম এবং 256জিবি মেমোরি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Nothing Phone 2a ফোনে OIS ও EIS সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং জন্য এই মোবাইলটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
  • ব্যাটারি: মিড-রেঞ্জ স্মার্টফোন Nothing Phone (2a)-তে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কোম্পানির নাথিং ওএস 2.5 ইউআই সহ পেশ করা হয়েছে। ব্র্যান্ড এই মোবাইলে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here