প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লুক, দেখে নিন প্রথম লিক রেন্ডার ইমেজ

টেক ব্র্যান্ড Nothing আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে তাদের বহু প্রতীক্ষিত Nothing Phone (3) স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের কিছু টিজার জারি করা হয়েছে। এবার টিপস্টার Max Jambor এবার এই ফোনের একটি ইমেজ শেয়ার করেছেন। ফলে এই প্রথম ফোনটির সম্পূর্ণ ব্যাক প্যানেল প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Nothing Phone (3) ফোনের ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Nothing Phone (3) ফোনের ডিজাইন (লিক)

  • লিকে Nothing Phone (3) ফোনের শুধুমাত্র ব্যাক প্যানেল দেখানো হয়েছে।
  • নিচে দেওয়া ইমেজে দেখা যাচ্ছে এই ফোনে আগের মডেলের মতো Glyph ইন্টারফেস নেই।
  • এই ফোনের ব্যাক প্যানেলে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে থাকার আশা করা হচ্ছে।
  • আপকামিং ফোনটিতে আগের মডেলের চেয়ে আলাদা ধরনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
  • Phone (3) ফোনে ট্রান্সপারেন্ট লুক দেখা গেছে, এর সঙ্গে এতে স্কোয়ার এজ এবং ব্ল্যাক বাটন দেওয়া হয়েছে।
  • ট্রান্সপারেন্ট স্ক্রু এবং হোয়াইট ভেরিয়েন্টে ব্ল্যাক এক্সটেন্টেড বাটন থাকবে।

Nothing Phone (3) ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Nothing Phone (3) ফোনে 6.77-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। LTPO টেকনোলজির সঙ্গে এই ডিসপ্লে স্মুথ এক্সপেরিয়েন্স দেওয়ার পাশাপাশি ব্যাটারি এফিসিয়েন্ট হবে।
  • প্রসেসর: Nothing Phone (3) ফোনে শক্তিশালী Snapdragon 8s Gen 3 বা Snapdragon 8 Gen 3 (Elite Edition) প্রসেসর যোগ করা হতে পারে। এই প্রসেসরগুলি ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্সের জন্য বেশ জনপ্রিয় এবং এগুলি গেমিং থেকে AI টাস্ক সবকিছুই সহজে সামলাতে সক্ষম।
  • ক্যামেরা: Nothing Phone (3) ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত অন্যান্য সেন্সরগুলি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ফোনে নতুন ধরনের লেআউট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ওএস: Phone (3) ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে। এর ফলে এই ফোনে নতুন ইন্টারফেস, অ্যাডভান্স প্রাইভেসি কন্ট্রোল এবং লেটেস্ট AI ইন্টিগ্রেশন যোগ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: Glyph ইন্টারফেসের বদলে এবার ফোনের ব্যাক প্যানেলে Dot Matrix ডিসপ্লে থাকতে পারে। লিক থেকে জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী এই ইন্টারফেস স্মার্ট নোটিফিকেশন এবং ইন্টার-অ্যাক্টিভ এলিমেন্টের জন্য ব্যাবহার করা হতে পারে।

জানিয়ে রাখি Nothing Phone (3) ফোনটি আগামী 1 জুলাই লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ইভেন্টে কোম্পানির প্রথম ওভার-দা-ইয়ার হেডফোন Nothing Ear (over-the-ear) পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here