প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস

এই মাসের শুরুতে Nothing Phone (3a) সিরিজ সম্পর্কে জানিয়েছিল। এরপর থেকেই কোম্পানির ফ্ল্যাগশিপ Nothing Phone (3) ফোনের অপেক্ষা করা হচ্ছে। গত বছর জুন মাসে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল 2025 সালের যে কোনো সময়ে ফোনটি লঞ্চ করা হবে এবং CEO Carl Pei এর লিক ইমেলের মাধ্যমে এই বিষয়ে কনফার্ম হয়েছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে Nothing Phone (3) ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়েছে।

Nothing Phone (3) এর লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার অভিষেক যাদবের এক্সের মাধ্যমে শেয়ার করা বক্তব্য অনুযায়ী সম্ভবত 2025 সালের জুলাই মাসে Nothing Phone (3) ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • 2022 এবং 2023 সালের জুলাই মাসে Nothing Phone (1) এবং Nothing Phone (2) স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল।

টিপস্টার এখনও পর্যন্ত লঞ্চ টাইমলাইন ছাড়া Nothing Phone (3) ফোন সম্পর্কে আর কোনো তথ্য জানায়নি। এই বছর জানুয়ারি মাসে প্রকাশ্যে আসা একটি রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছিল Nothing তাদের আগে ফ্ল্যাগশিপ Phone (3) সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে আগেই Phone (3a) এবং Phone (3a) Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। তৃতীয় স্মার্টফোনটি CMF Phone (2) হতে পারে। সম্প্রতি ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে।

লিক ইমেজে Carl Pei আগে জানিয়েছিলেন কোম্পানির এই ফ্ল্যাগশিপ ফোনে “ইউজার ইন্টারফেসের অ্যাডভান্স ইনোভেশন” পেশ করা হবে। এছাড়া এতে ব্র্যান্ড এর মাধ্যমে AI-পাওয়ার্ড প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছে।

  • 2024 সালের জুন মাসে Carl Pei তাঁর একটি এক্স পোস্টের মাধ্যমে AI প্ল্যাটফর্মের টিজ করেছিল। তিনটি বেশ কিছু UI ডিজাইন এবং AI কনসেপ্ট দেখিয়ে ছিল। তখন এইগুলির ডেভেলোপমেন্ট চলছিল।
  • কোম্পানির প্রধান কর্মচারী জানিয়েছিল AI সরাসরি Nothing OS এ ইন্ট্রিগ্রেড করা হবে।
  • হোম স্ক্রিনটিকে “প্রাস্নগিক এবং প্রয়োজনীয় তথ্য” এর একটি হাব বলা হয়েছিল।
  • এছাড়া মাল্টি মডেলে AI ক্যাম্পেনিয়নও দেখা গিয়েছিল। এটি সম্ভবত মানুষের মত কথা বলতে পারবে।

জানিয়ে রাখি সম্প্রতি লঞ্চ হওয়া Nothing Phone (3a) সিরিজে একটি নতুন Essential Key রয়েছে, এটি AI-পাওয়ার্ড হাব Essential Space এর একটি অংশ। তাই Nothing Phone (3) ফোনে নতুন এবং অ্যাডভান্স ফিচার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত AI ফিচার ছাড়া Nothing Phone (3) ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here