কোম্পানির আসন্ন ‘Nothing’ Phone(1) স্মার্টফোনটি ভারতে Flipkart থেকে কেনা যাবে। কোম্পানির প্রথম ট্রু ওয়্যারলেস ইয়ারবাড Nothing Ear (1) এর মতো ফোনটিও ফ্লিপকার্টে সেল হবে। যদিও Nothing ব্র্যান্ডের স্মার্টফোনটি কবে লঞ্চ হবে সেটা এখনও জানানো হয়নি। তবে কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হবে। ভারতের পাশাপাশি ইউরোপের দেশগুলোতেও Nothing Phone (1) লঞ্চ হবে।
ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ফোনটি
Nothing Phone (1) স্মার্টফোনটি সম্পর্কে কোম্পানি কিছু কিছু তথ্য শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোনটি Android ভিত্তিক Nothing OS-এ চলবে। এর সাথে এই ফোনে Qualcomm Snapdragon প্রসেসর দেওয়া হবে। তবে কোন প্রসেসর দেওয়া হবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। Nothing তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের বিষয়ে এটা নিশ্চিত করেছে যে এই ফোনটি গ্রীষ্মের মরসুমে লঞ্চ করা হবে।
Nothing কোম্পানি ভারতে ফ্লিপকার্টের সাথে পার্টনারশিপ করেছে, অন্যদিকে UK তে কোম্পানি O2 Shop এর সাথে পার্টনারশিপ করেছে। এছাড়াও কোম্পানিটি অফলাইনে সেল এর জন্য রিটেল দোকানগুলির সাথেও পার্টনারশিপ করেছে। জার্মানিতে এই কোম্পানি Telekom Deutschland এর সাথে পার্টনারশিপ করেছে৷
OnePlus কে কড়া টক্কর দেবে Nothing ফোন (1)
ফ্লিপকার্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অজয় বীর যাদব এর মতে Nothing ব্র্যান্ড এর প্রথম স্মার্টফোন Nothing Phone (1) তারা ভারতীয় গ্রাহকদের কাছে পোঁছানোর জন্য তারা ভীষণ আগ্রহী৷ তার বিশ্বাস যে Nothing ব্র্যান্ড স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করবে। এই ফোনটি ফ্লিপকার্টে সেল হবে, অন্যদিকে এই স্মার্টফোনটির সাথে মার্কেটে সরাসরি প্রতিযোগিতা হবে অ্যামাজনে উপলব্ধ OnePlus স্মার্টফোনের। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে Nothing এর প্রতিষ্ঠাতা Curl Pei আগে OnePlus এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন