10 ফেব্রুয়ারি লঞ্চ হবে দীর্ঘ রেঞ্জের Okaya Faast F3 Electric Scooter, পাওয়া যাবে দারুণ স্পীড

Highlights

  • 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Okaya Faast F3 Electric Scooter।
  • Okaya Faast F3 Electric Scooter এ পাওয়া যাবে দীর্ঘ রেঞ্জ।
  • ভারতের অন্যতম সবচেয়ে বেশি স্পীডযুক্ত ইলেকট্রিক স্কুটার হতে চলেছে Okaya Faast F3।

বর্তমানে ভারতের মার্কেটে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই চাহিদা পূরণের জন্যই নতুন এবং পুরনো বিভিন্ন কোম্পানি একের পর এক নতুন ইলেকট্রিক স্কুটার পেশ করে চলেছে। যারা নতুন ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এবার সুখবর রয়েছে। দেশে লঞ্চ হতে চলেছে Okaya Faast F3 নামের নতুন ইলেকট্রিক স্কুটার। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ইভি সম্পর্কে টিজ করাও শুরু হয়ে গেছে। আরও পড়ুন: 180 দিন ভ্যালিডিটির এই BSNL প্ল্যানে ভয়েস কল ছাড়াও পাওয়া যায় প্রতিদিন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

10 ফেব্রুয়ারি লঞ্চ হবে ইলেকট্রিক স্কুটার

কোম্পানির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে Okaya Faast F3 এর প্রোডাক্ট পেজ ক্রিয়েট করা হয়েছে। এই প্রোডাক্ট পেজে লঞ্চের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। এই কাউন্টডাউন অনুযায়ী 10 ফেব্রুয়ারি ভারতে ইলেকট্রিক স্কুটার পেশ করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুসারে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ভারতের মার্কেটে এই ইলেকট্রিক স্কুটার পেশ করা হবে। এখনও পর্যন্ত এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এতে 1200W মোটর এবং 2500W পীক পাওয়ার পাওয়া যাবে বলে নিশ্চিত জানা গেছে।

এই আপকামিং ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ এবং স্পীড সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে Okaya Fasst F3 এ 2000 ওয়াটের ইলেকট্রিক মোটর যোগ করা হবে। এই গাড়ির টপ স্পীড 70kmph পর্যন্ত হবে বলে আমরা আশা করছি। এছাড়া এই গাড়ির রেঞ্জ 70-80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে OnePlus 11 5G স্মার্টফোনের প্রি-অর্ডার, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

এই গাড়ির ফ্রন্ট এবং রেয়ার উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হতে পারে। তবে এতে কম্বিনেশন ব্রেকও থাকতে পারে। এই গাড়িতে কোম্পানির আগের বিভিন্ন গাড়ির মতো ফ্রন্টে টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন এবং রেয়ারে ডুয়েল স্প্রিং লোডেড সাসপেনশন সিস্টেম থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here