এপ্রিলের শেষের দিকে তপ্ত গরমে মানুষের যে কি ভয়াবহ অবস্থা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনাও। যদিও গরমের কারণে ব্যাটারি চালিত স্কুটিতে আগুন ধরছে কিনা, সেটা তদন্তের বিষয়। তবে বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার ঘটনা কিছুতেই কমছে না। প্রসঙ্গত, শনিবার (30 এপ্রিল) আরেকটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এসেছে। তথ্য অনুযায়ী, ঘটনাটি তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা সতীশ নামে এক ব্যক্তির ইলেকট্রিক স্কুটারে হঠাৎ আগুন লেগে যায়।
ইলেকট্রিক স্কুটারে আগুন
সংবাদ সংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা সতীশ, নিজের ইলেকট্রিক স্কুটারে করে অফিসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান যে সিটের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। সিট ওঠাতেই তিনি লক্ষ্য করেন যে তার ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে।
স্কুটারের সিটে আগুন লাগার কিছুক্ষণ পরেই স্কুটারটি ধোঁয়ায় জ্বলতে থাকে, ওই ব্যক্তি কোনক্রমে নিজের জীবন রক্ষা করেন। রিপোর্টে বলা হয়েছে, গত বছর এই ইলেকট্রিক স্কুটারটি কিনেছিলেন সতীশ। এবার যেই ইভিতে আগুন লেগেছে সেটি হল Okinawa ইলেকট্রিক স্কুটার। এর আগেও Okinawa ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে এসেছে।
E-Bike goes up in flames while on the drive in #Hosur, #Krishnagiri district. Spoting fire on bike, driver got down immediately and escaped unhurt. Reportedly the ebike manufactured by #Okinawa. pic.twitter.com/6YhwElqH6h
— Sathyaavel (@sathyaavel) April 30, 2022
আরেকটি ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে
এই ঘটনাটি ছাড়াও দেশের অন্যান্য রাজ্যেও ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। যার মধ্যে মধ্যপ্রদেশের ভোপালের, চার্জ দেওয়ার সময় হঠাৎ একটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যায় সেই স্কুটারটি। বলা হচ্ছে যে স্কুটারটি ভোপাল ক্রাইম ব্রাঞ্চে নিযুক্ত এক কনস্টেবলের, যিনি দুই মাস আগেই স্কুটারটি কিনেছিলেন।
কিছুদিন আগেই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি ইলেকট্রিক স্কুটার গুলিতে ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মাতাদের নির্দেশ দিয়েছিলেন যাতে কোম্পানি তাদের ত্রুটিপূর্ণ ইলেকট্রিক স্কুটারগুলি ফিরিয়ে নেয়। তারপর Ola ইলেকট্রিক, Okinawa এবং Pure Ev এর মতো ইলেকট্রিক স্কুটার নির্মানকারী কোম্পানি প্রায় 7,000টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিয়েছিল। কিন্তু তারপরও থামছে ই-স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে, যার ফলে যারা ই-স্কুটার ব্যবহার করছেন তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন