24জিবি পর্যন্ত র‍্যাম, 108MP ক্যামেরা এবং 256জিবি স্টোরেজ সহ আসতে চলেছে POCO X6 Neo, লঞ্চের আগেই জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

পোকো তাদের নতুন ফোন POCO X6 Neo এর লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে। আগামী 13 মার্চ এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। ফোনটি লঞ্চের এখনও পর্যন্ত এক দিন বাকি থাকলেও, তার আগেই ফোনটি সম্পর্কে ডিটেইলস শেয়ার করা হয়েছে। ইউটিউবের মাধ্যমে এই ফোনের আনবক্সিং ভিডিও প্রকাশ্যে এসেছে। ফলে ফোনটির স্পেসিফিকেশন সহ অন্যান্য তথ্য সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO X6 Neo 5G সম্পর্কে।

POCO X6 Neo 5G এর ডিজাইন

  • ইউটিউব ভিডিওতে POCO X6 Neo 5G ফোনটি অরেঞ্জ কালার ভেরিয়েন্টে দেখা গেছে।
  • ডিটেইলস অনুযায়ী ফোনটির ব্যাকপ্যানেল কালার পরিবর্তন করে। ফোনটি অত্যন্ত হাল্কা এবং পাতলা হবে। এর ওজন মাত্র 177.3 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ক্যামেরা মডিউলে পোকোর ব্র্যান্ডিং দেখা গেছে।
  • ফোনটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। একইভাবে বাঁদিকের প্যানেলে সিম ট্রে অবস্থিত।

POCO X6 Neo 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ইউটিউবের ডিটেইলস অনুযায়ী POCO X6 Neo 5G ফোনটি 6.67ইঞ্চির এফএইচডি+ এমোলেড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিন 1000 নিটস পীক ব্রাইটনেস, 93.3% স্ক্রিন টু বডি রেশিও, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও এই স্ক্রিনে 100% DCI P3 কালার গামুট এবং 1920 pwm ডিমিং ফিচার পাওয়া যাবে। এর সঙ্গে এতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন যোগ করা হবে।
  • প্রসেসর: ফোনটিতে পারফরমেন্সের জন্য 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট সাপোর্ট করবে বলে ভিডিও থেকে জানা গেছে।
  • স্টোরেজ: POCO X6 Neo 5G ফোনটি বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ ক্ত্রা হবে। এর সঙ্গে এই ফোনটি 12GB পর্যন্ত extended RAM সাপোর্ট করবে। এর সাহায্যে ইউজাররা 24GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবেন।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO X6 Neo ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে এই ফোনে সেলফি তোলা এবং রিল করার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে ভিডিওতে জানানো হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হবে। এই ফোনটি একবার ফুল চার্জ করলে অনায়াসে এক দিন ব্যাবহার করা যায়।
  • অন্যান্য: POCO X6 Neo ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য আইপি54 রেটিং, ডুয়াল 5G, স্টেবল কানেক্টিভিটির জন্য 7 5G ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • ওএস: POCO X6 Neo ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হবে। আগামী দিনে ফোনটি দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here