1.28 লক্ষ টাকা দামের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম 87,298 টাকা! প্রমাণ দেখুন বিলে

Highlights

  • Ola S1 electric scooter এর ব্যাটারির দাম স্কুটারের দামের 60 শতাংশেরও বেশি।
  • Ola S1 Pro এর 4kWh battery এর দাম 87,298 টাকা।
  • Ola S1 এবং S1 Pro এর ব্যাটারির ওপর 3 year/unlimited-kilometre ওয়ারেন্টি পাওয়া যায়।

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি হাই স্কুটার পেশ করে চলেছে। তবে এত বিপুল চাহিদা থাকা সত্ত্বেও ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে দামি অংশ হল এর ব্যাটারি এবং তাই গ্রাহকরা গাড়ি কেনার আগে ব্যাটারির দাম এবং কত দিন পর ব্যাটারি পাল্টাতে হবে তা জানার জন্য আগ্রহী হয়ে বসে থাকে। এবার একটি ওলা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম ভাইরাল হওয়ায় গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ভাইরাল হওয়া OLA S1 Pro এর 4kWh ব্যাটারি প্যাকের দাম 87,298 টাকা বলে জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই লো বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Realme C55 এবং Realme C33 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

4kWh Ola battery এর দাম

ওপরের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে OLA S1 Pro এর 4kWh (3.97kWh) ব্যাটারি প্যাকের দাম 87,298 টাকা। অথচ ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে 3 বছর / আনলিমিটেড কিলোমিটার দেওয়া হয়। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে ব্যাটারি পরিবর্তনের খরচ মোট গাড়ির দামের প্রায় 62 শতাংশ। বর্তমানে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার ডিসকাউন্ট দিয়ে বেচা হচ্ছে এবং এর দাম 1.28 লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

গাড়ির ব্যাটারি প্যাকের প্যাকেজিং লেবেলে 66,549 টাকা এমআরপি লেখা আছে। অন্যদিকে Ola S1 প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের দাম 99,999 টাকা (এক্স-শোরুম)। এক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম গাড়ির মোট দামের 66 শতাংশ। গত বছর এই ধরনেরই একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে Tata Nexon EV এর ব্যাটারি পাল্টানোর খরচ পড়েছিল 7 লক্ষ টাকা। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার

ব্যাটারি প্যাক সাধারণত দীর্ঘদিন চলার জন্য হয়। তবে কখনও কখনও খুব অল্প সময়ের মধ্যেই ব্যাটারি পরিবর্তন করতে হয়। অথচ স্কুটারের মোট দামের তুলনায় ব্যাটারির দাম বেশি হওয়ার কারণে গ্রাহকদের মনে ভয় জমতে শুরু করেছে। ফলে আবার ইলেকট্রিক গাড়ি কেনার আগে ইউজারদের যথেষ্ট চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here