আস্তে চলার সময় ভেঙ্গে গেল OLA S1 PRO এর সাসপেনশন, ICU-তে ভর্তি রাইডার

Highlights

  • ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট সাসপেনশন ভাঙ্গার কারণে দুর্ঘটনা।
  • আপাতত ICU-তে ভর্তি Ola S1 Pro এর মহিলা রাইডার।
  • মহিলার স্বামী সমকিত পারমার টুইটের মাধ্যমে দুর্ঘটনার কথা জানিয়েছেন।

মার্কেটে OLA ইলেকট্রিক স্কুটারের সমস্যা যেন দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। গত বছরের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইউজারদের এই ইলেকট্রিক স্কুটার নিয়ে বেশ বিপদেই পড়তে হয়েছিল। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে হঠাৎই Ola S1 Pro স্কুটারের ফ্রন্ট সাসপেনশন ভেঙ্গে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে এবং মহিলা রাইডার এতটাই গুরুতর আহত হন যে তাকে ICU-তে ভর্তি করতে হয়েছে। এই দুর্ঘটনার কথা সেই মহিলার স্বামী সমকিত পারমার টুইটের মাধ্যমে জানিয়েছেন। আরও পড়ুন: 4 হাজার টাকা রেঞ্জে লঞ্চ হল সস্তা 4G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর ফিচার

মাত্র 35 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছিল স্কুটার

সমকিত পারমার টুইটারে একটি পোস্ট করে এই দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছেন। তাঁর পোস্ট অনুযায়ী রাত প্রায় সওয়া নয়টা নাগাদ তাঁর স্ত্রী 35 কিলোমিটার স্পীডে ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাঁর স্কুটারের সামনের চাকা আলাদা হয়ে যায়। তৎক্ষণাৎ স্কুটারসহ তিনি রাস্তায় পড়ে যান এবং মুখ ও মাথায় তিনি গভীর চোট পান। আপাতত তিনি ICU তে ভর্তি রয়েছেন।

সমকিত পারমার Ola Electric এর সিইও ভাবিশ অগ্রবালকে নিজের পোস্টে ট্যাগ করেছেন। একজন টুইটার ইউজারের প্রশ্ন দেওয়ার সময় সমকিত জানিয়েছেন ওলা টীম এসে দুর্ঘটনার স্থান দেখতে ও তদন্ত করতে এসেছিল এবং তাঁরা বাইক নিয়ে গেছে। তাঁরা বাইক ফেরত দিয়ে দেবে বলে জানিয়েছে তবে ইউজারদের পক্ষ থেকে বাইকের বদলে বাইকের দাম ফেরত দিতে বলা হয়েছে। জানিয়ে রাখি ওলা ইলেকট্রিক স্কুটার সম্পর্কে দুর্ঘটনা এই প্রথম ঘটেনি, এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। Ola সাধারণত এই ধরনের দুর্ঘটনা ঘটলে গাড়ির স্পীড এবং অন্যান্য ডেটা আপডেট করে দেয়। আরও পড়ুন: Redmi-Realme কে টক্কর দিতে 6 হাজারের বাজেটে লঞ্চ হল এই লো বাজেট স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

একের পর এক অভিযোগ! দেখুন টুইট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here