Redmi-Realme কে টক্কর দিতে 6 হাজারের বাজেটে লঞ্চ হল লো বাজেট স্মার্টফোন Tecno Spark Go 2023! জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Highlights

  • Tecno Spark Go 2023 ফোনটি 6,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
  • এই মোবাইল ফোনটিতে 3GB অতিরিক্ত ফিউশন র‍্যাম রয়েছে।
  • Tecno Spark Go 2023 MediaTek Helio 22 প্রসেসরে কাজ করে
  • এই স্মার্টফোনটিতে 13MP ডুয়াল রেয়ার এবং 5MP সেলফি ক্যামেরা রয়েছে।

টেক ব্র্যান্ড Tecno আজ ভারতের মার্কেটে আরেকটি লো বাজেট স্মার্টফোন Tecno Spark Go 2023 লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটিতে 13MP ক্যামেরা, 3GB RAM, MediaTek Helio A22 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন রয়েছে, যা মাত্র 6 হাজারের বাজেটে আপনারা পেয়ে যাবেন। এই পোস্টে আপনাদের Spark Go স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 25 জানুয়ারি ভারতে লঞ্চ হবে 50MP ক্যামেরা সহ Infinix Note 12i স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Tecno Spark Go 2023 এর দাম

এই স্মার্টফোনটি ভারতে সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।এই ফোনে 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 3GB RAM মেমরি রয়েছে। Tecno Spark Go 2023-এর দাম 6,999 টাকা। এই মোবাইল ফোনটি Endless Black, Uyuni Blue এবং Nebula Purple রঙের কালার অপশনে কেনা যাবে।

Tecno Spark Go 2023 এর স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ ডিসপ্লে
  • 3GB + 3GB = 6GB RAM
  • MediaTek Helio A22
  • 13MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

Techno Spark Go স্মার্টফোনটি 1612 x 720 পিক্সেল রেজলিউশন এবং 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি একটি IPS প্যানেলে নির্মিত যা 480নিটস ব্রাইটনেস এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনের অ্যাসপেক্ট রেশিও হল 20:9 এবং ডাইমেনশন হল 163.86 × 75.51 × 8.9mm। আরও পড়ুন: জেনে নিন BSNL এর কিছু সেরা রিচার্জ প্ল্যানের ডিটেইলস, রইল তালিকা

Tecno Spark Go 2023 Android 12 এ লঞ্চ করা হয়েছে যা HiOS 12.0 এর সাথে একযোগে কাজ করে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনটিতে 2.0 GHz ক্লক স্পিডে কাজ করা MediaTek Helio A22 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে মেমরি ফিউশন টেকনিক দেওয়া হয়েছে, যা ফোনের 3GB র‌্যাম মেমরিতে অতিরিক্ত 3GB র‌্যাম পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটিতে 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা 256GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ফ্ল্যাশ সহ F/1.85 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI সেন্সরের সাথে কাজ করে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল AI ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: Jio এর এই 6 টি প্ল্যানে পাবেন প্রতিদিন 1.5GB ডেটা, জেনে নিন দাম এবং ভ্যালিডিটি

Tecno Spark Go 2023 স্মার্টফোনে সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5,000mAh রয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই Tecno ফোনটি IPX2 রেটিং সহ আসে যা এই ফোনটিকে ওয়াটারপ্রুফ করে তুলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here