বন্ধ হয়ে যেতে পারে আইফোনের এই মডেলগুলি, iPhone 15 series লঞ্চের আগেই কোম্পানি করছে পরিকল্পনা

Highlights

  • ডিসকন্টিনিউ করা হতে পারে Apple এর কিছু পুরনো আইফোন মডেল।
  • iPhone 15 series আশার আগে করা হতে পারে ডিসকন্টিনিউ।
  • লিস্টে নাম আছে iPhone 12 থেকে শুরু করে 14 Pro Max পর্যন্ত।

টেক মার্কেটে অধীর আগ্রহে Apple iPhone 15 series এর জন্য অপেক্ষা করা হচ্ছে। গত বছর কোম্পানি Apple iPhone 14 series এর মাধ্যমে তাদের ডিসপ্লে ডিজাইনের বেশ বড়সড় পরিবর্তন করেছিল। তাই এবার Apple iPhone 15 series এর খেত্রেও ফ্যানরা নতুন কিছু দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই আপকামিং সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে একটি নতুন রিপোর্ট অনুযায়ী Apple iPhone 15 series লঞ্চের আগেই বাজার থেকে বেশ কিছু পুরনো আইফোন মডেল ডিসকন্টিনিউ অর্থাৎ বন্ধ করে দেওয়া হতে পারে। আরও পড়ুন: IPL 2023 শেষ হলেই JioCinema-এর জন্য দিতে হবে দাম, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

ডিসকন্টিনিউ করা হবে এইসব মডেল

বিদেশী ওয়েবসাইট টম্স গাইড তাদের রিপোর্টে জানিয়েছে অ্যাপল তাদের আপকামিং iPhone 15 series লঞ্চের আহে কিছু পুরনো আইফোন মডেল ডিসকন্টিনিউ করতে পারে। অবাক হওয়ার মতো বিষয় হল এই লিস্টে শুধুমাত্র কয়েক বছর আগে লঞ্চ করা আইফোনের নামই নেই। সবচেয়ে বড় কথা এমন ফোনও রয়েছে যা গত বছরই লঞ্চ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ডিসকন্টিনিউ হতে বসা আইফোনের লিস্ট নিচে দেওয়া হল:

 

  • Apple iPhone 12
  • Apple iPhone 13 mini
  • Apple iPhone 14 Pro
  • Apple iPhone 14 Pro Max

 

Apple iPhone 15 series

এখনও পর্যন্ত Apple iPhone 15 series সম্পর্কে কোন অফিসিয়াল তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন লিক এবং রিপোর্ট অনুযায়ী এই সিরিজে চারটি ফোন পেশ করা হবে। সিরিজের বেস মডেল হবে iPhone 15। এর সঙ্গে লঞ্চ হবে iPhone 15 Plus। এছাড়া এই সিরিজের দুটি প্রো মডেল যথাক্রমে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max নামে বাজারে আনা হবে। আরও পড়ুন: ফোনের পারফরম্যান্স স্লো হয়ে গেলে এই অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখে নিন ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী আইফোন 15 সিরিজের এইসব ফোনে আলাদা আলাদা প্রসেসর যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে জানা গেছে সিরিজের iPhone 15 এবং iPhone 15 Plus ফোনদুটি Bionic A16 চিপসেটে রান করবে। অন্যদিকে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোনে Bionic A17 চিপসেট যোগ করা হতে পারে। এই চারটি আইফোনেই iOS 17 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে বলে জানা গেছে। এবিষয়ে আরও বিস্তারিত আগামী দিনে কোম্পানির অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here