ওয়ানপ্লাস ইন্ডিয়া ভারতে ‘কমিউনিটি সেল’ এর ঘোষণা করেছে। এতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, নর্ড সিরিজ, ফোল্ডেবল, ট্যাবলেট এবং অন্যান্য প্রোডাক্ট দারুন্ত অফার সহ রয়েছে। 2024 সালের 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত সেল চলবে। নিচে ওয়ানপ্লাস সেল চলাকালীন সমস্ত অফার এবং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
ওয়ানপ্লাস কমিউনিটি সেল ডিসকাউন্ট ডিটেইলস
মডেল | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট |
OnePlus 12 | 64,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে সিলেক্টেড প্রোডাক্টে ₹6,000 পর্যন্ত ছাড় এবং ICICI ব্যাঙ্ক, OneCard ও RBL ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ₹7,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা 9 মাস পর্যন্ত নো কস্ট EMI এর অপশন পাবেন |
OnePlus 12R | 39,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে সিলেক্টেড প্রোডাক্টে ₹6,000 পর্যন্ত ছাড় এবং ICICI ব্যাঙ্ক, OneCard ও RBL ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ₹3,000 ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা 6 মাস পর্যন্ত নো কস্ট EMI এর অপশন পাবেন। |
OnePlus Open Apex Edition | 1,49,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে গ্রাহকরা সিলেক্টেড প্রোডাক্টে ₹20,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। । এর সঙ্গেই 12 মাস পর্যন্ত নো কস্ট EMI এর অপশন পাওয়া যাবে। |
OnePlus Nord 4 | 29,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে গ্রাহকরা সিলেক্টেড প্রোডাক্টে ₹3,000 পর্যন্ত ছাড় এবং ₹2,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এর সঙ্গেই 6 মাস পর্যন্ত নো কস্ট EMI এর অপশন পাওয়া যাবে। |
OnePlus Nord CE 4 | 24,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে গ্রাহকরা সিলেক্টেড প্রোডাক্টে ₹2,000 পর্যন্ত ছাড় এবং ₹1,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এর সঙ্গেই 3 মাস পর্যন্ত নো কস্ট EMI এর অপশন এবং ফ্রি OnePlus Nord Buds 2R পাওয়া যাবে। |
OnePlus Nord CE 4 Lite | 19,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে গ্রাহকরা সিলেক্টেড প্রোডাক্টে ₹2,000 পর্যন্ত সেল ডিসকাউন্ট এবং ₹1,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এর সঙ্গেই 3 মাস পর্যন্ত নো কস্ট EMI এর অপশন এবং ফ্রি OnePlus Bullets Wireless Z2 পাওয়া যাবে। |
OnePlus Pad 2 | 39,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে ₹2,000 সেল ডিসকাউন্ট এবং ₹3,000 ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও এতে 9 মাসের নো কস্ট EMI অপশন রয়েছে। |
OnePlus Pad Go | 19,999 টাকা | ওয়ানপ্লাস কমিউনিটি সেলে গ্রাহকরা ₹3,000 পর্যন্ত সেল ডিসকাউন্ট এবং ₹2,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। |
OnePlus Buds Pro 3 | 11,999 টাকা | ₹1,000 সেল ডিসকাউন্ট এবং ₹1,000 ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 12 মাসের নো কস্ট EMI অপশন। |
জানিয়ে রাখি बता ICICI ব্যাঙ্ক, OneCard এবং RBL ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। একইসঙ্গে ইউজাররা 12 মাসের নো-কোস্ট EMI অপশনের সুবিধা উপভোগ করতে পারবেন।
ইউজাররা OnePlus.in, Amazon.in, Flipkart, Myntra মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ছাড়াও অফলাইন রিটেল পার্টনার Reliance Digital, OnePlus Experience Stores, Croma, Vijay Sales, Bajaj Electronics সহ বিভিন্ন স্টোরের মাধ্যমে কেনাকাটির উপর ছাড় পেয়ে যাবেন।
একইসঙ্গে OnePlus এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অডিও প্রোডাক্ট ভারতের বেশ কিছু সিলেক্টেড লোকেশন এবং পিন কোডে Blinkit এর মাধ্যমে সেল করা হবে।
OnePlus তাদের OnePlus Nord Buds 3 জন্য নতুন Chromatic Blue কালার অপশন লঞ্চ করেছে। এই নতুন কালার OnePlus Community Sale এ 6 ডিসেম্বর থেকে সেল করা হবে। উপরোক্ত সমস্ত প্রোডাক্ট সহ OnePlus Watch 2, Watch 2r, OnePlus Nord Buds 3, Nord Buds 3 Pro, Nord Buds 2r প্রোডাক্টগুলিও অফার এবং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট কেনা যাবে।