গীকবেঞ্চে তালিকাভুক্ত OnePlus 12 এর গ্লোবাল মডেল, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • OnePlus 12 ফোনটি CPH2581 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • এই ফোনটি 16GB পর্যন্ত RAM সহ লিস্টেড করা হয়েছে।
  • এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।

OnePlus আগামী কিছু দিনের মধ্যে চীনে তাদের নাম্বার সিরিজের পরিধি বাড়িয়ে OnePlus 12 পেশ করতে পারে। এই ফোনটি কোম্পানির হোম মার্কেটে লঞ্চের পর ভারত সহ অন্যান্য মার্কেটে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি, তবে এর আগেই এই ফোন বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: মাত্র 2,599 টাকা দামে লঞ্চ হল JioPhone Prima 4G smart feature phone

OnePlus 12 এর গীকবেঞ্চ লিস্টিং

  • এই আপকামিং OnePlus ফোনটি CPH2581 মডেল নাম্বারের সঙ্গে গীকবেঞ্চে দেখা গেছে। এটি OnePlus 12 এর গ্লোবাল ভার্সন বলে মনে করা হচ্ছে।
  • লিস্টিং ইমেজে দেখা যাচ্ছে এই ফোনটি সিঙ্গেল কোরে 2169 এবং মাল্টি কোরে 6501 পয়েন্ট পেয়েছে।
  • সিপিইউ এবং জিপিইউ ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এই ফোনটিতে সম্প্রতি লঞ্চ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 16GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে।
  • OnePlus 12 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে বলে জানা গেছে।

OnePlus 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12 ফোনে 6.82-ইঞ্চি OLED BOE X1 প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 2K রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং 2600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে। গ্লোবাল গীকবেঞ্চ থেকেও এই ডিটেইলস জানা গেছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 16GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: রিপোর্ট অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সোনী IMX966 প্রাইমারি সেন্সর + 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 64 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়াআরলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওএস: এই আপকামিং ফ্লাসগশিপ ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 14 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here