Highlights
- OnePlus 12 ফোনে 2K রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে থাকবে।
- এতে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- আশা করা হচ্ছে এই ফোনে 64MP 3x পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে।
শীঘ্রই OnePlus এর নাম্বার সিরিজে নতুন স্মার্টফোন হিসাবে OnePlus 12 পেশ করা হবে। এই ফোনটি সম্পর্কে বিগত বেস কিছু ধরে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। এই ফোনটি আগের চেয়ে যথেষ্ট অ্যাডভান্স এবং শক্তিশালী আপগ্রেডের সঙ্গে পেশ করা হবে হবে শোনা যাচ্ছে। চলুন লিকের মাধ্যে পাওয়া ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: কনফার্ম হল Realme GT 5 এর বিশেষ ফিচার, গীকবেঞ্চেও তালিকাভুক্ত এই স্মার্টফোন
OnePlus 12 এর স্পেসিফিকেশন (লিক)
আপকামিং OnePlus স্মার্টফোন সম্পর্কে টিপস্টার জানিয়েছেন এই ফোনে আগামী অক্টোবর মাসে আসন্ন স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হবে। এতে কোম্পানি 24GB পর্যন্ত RAM যোগ করতে পারে। এছাড়া এই ফোনের ক্যামেরা সেগমেন্টেও দারুণ আপগ্রেড দেখা যাবে।
- ডিসপ্লে: লিক অনুযায়ী OnePlus 12 ফোনে 2K রেজলিউশনযুক্ত ডিসপ্লে, কার্ভ এজ এবং হাই ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট পাওয়া যাবে।
- প্রসেসর: কোম্পানি এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো জিপিইউ যোগ করা হতে পারে।
- স্টোরেজ: এই ফোনে 16GB এবং 24GB পর্যন্ত RAM সাপোর্ট করতে পারে। এতে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ এই ফোনের 8GB বা 12GB RAM অপশন পেশ করা হবে না এবং কোম্পানি বড় মডেলেই কাজ করছে।
- ক্যামেরা: OnePlus 12 ফোনটিতে 50MP SonyIMX9 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP 3x পেরিস্কোপ ক্যামেরা লেন্স থাকবে বলে জানা গেছে।
- ব্যাটারি: এই ফোনের ব্যাটারিও যথেষ্ট শক্তিশালী হতে চলেছে। এতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- অন্যান্য: লিকে আরও বলা হয়েছে এই ফোনে মেটালিক মিড ফ্রেম, পারফরমেন্সের জন্য এক্স অ্যাক্সিস মোটর এবং বড় ভেপার চেম্বার থাকতে পারে। এই ফোনে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন