Home খবর ভারতে লঞ্চ হল OnePlus 12R Genshin Impact Edition, গেমারদের জন্য দারুণ অপশন!

ভারতে লঞ্চ হল OnePlus 12R Genshin Impact Edition, গেমারদের জন্য দারুণ অপশন!

শক্তি এবং স্টাইলের মেলবন্ধন ঘটিয়ে ওয়ানপ্লাস ভারতে তাদের নতুন ডিভাইস OnePlus 12R Genshin Impact Edition লঞ্চ করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই ডিভাইসটি জনপ্রিয় মোবাইল গেম Genshin Impact এর থিমে তৈরি করা হয়েছে এবং এই ফোনের সঙ্গে অসাধারণ থিম ও ওয়ালপেপার সহ Genshin Impact মার্চান্ডাইজ কিটও পাওয়া যাবে। এই স্পেশাল এডিশন ফোনটি OnePlus এবং HoYoverse এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

OnePlus 12R Genshin Impact Edition এর বিশেষত্ব

OnePlus 12R Genshin Impact Edition এর দাম

OnePlus 12R Genshin Impact Edition ফোনটি 16GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। ভারতে এই স্পেশাল এডিশন ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 49,999 টাকা। এই ফোনের সাথে স্টাইলিশ মোবাইল কভার এবং Genshin Impact স্টিকার দেওয়া হবে। আগামী 19 মার্চ থেকে এই নতুন OnePlus 12R ভার্সনটির সেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন শপিং সাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে শুরু হবে।

OnePlus 12R Genshin Impact Edition এর অফার

OnePlus 12R এর স্পেসিফিকেশন

স্ক্রীন: এই মোবাইল ফোনটিতে 19.8:9 আসপেক্ট রেশিও এবং 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলটিপিও 4.0 স্ক্রীন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশরেট ও 1000 হার্টজ টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। স্ক্রীনের সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যাবহার করা হয়েছে।

পারফরমেন্স: OnePlus 12R Genshin Impact Edition-এ 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.3 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 740 GPU দেওয়া হয়েছে। এই ডিভাইসটি Android 14 অপারেটিং সিস্টেম এবং Oxygen OS 14 এর সঙ্গে পেশ করা হয়েছে।

ক্যামেরা: OnePlus 12R ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে EIS ও OIS ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল অল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি তোলা এবং রিলস তৈরি করার জন্য এফ/2.4 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: OnePlus 12R স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 26 মিনিটের মধ্যে এই ফোনটি 1% থেকে 100% চার্জ করা যায়।