Home খবর 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলে বাজারে এল OnePlus 12R, সঙ্গে রয়েছে অসাধারণ অফার

8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলে বাজারে এল OnePlus 12R, সঙ্গে রয়েছে অসাধারণ অফার

কিছু দিন আগে ওয়ানপ্লাস ভারতের বাজারে OnePlus 12 সিরিজের অধীনে OnePlus 12R ফোনটি লঞ্চ করেছিল। এবার এই ফোনটির একটি নতুন ভেরিয়েন্ট বাজারে পেশ করা হয়েছে। কোম্পানি 8GB + 256GB সহ এই মডেলটি 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই নতুন মডেলটি ছাড়াও বাজারে এই ফোনের 8GB + 128GB এবং 16GB + 256GB ভেরিয়েন্ট সেল করা হয়, এই মডেলগুলির দাম যথাক্রমে 39,999 টাকা এবং 45,999 টাকা।

সেল এবং অফার

OnePlus 12R এর স্পেসিফিকেশন