Home খবর বাজারে আসতে চলেছে OnePlus 13, লিক হল ফটো এবং স্পেসিফিকেশন

বাজারে আসতে চলেছে OnePlus 13, লিক হল ফটো এবং স্পেসিফিকেশন

বাজারে আসতে চলেছে OnePlus 13! ইতিমধ্যে টেক জগতে এই ফোনের লঞ্চ সম্পর্কে কানাঘুষো শুরু হয়ে গেছে এবং এবার একটি নতুন লিকের মাধ্যমে OnePlus 13 এর ফটো প্রকাশ্যে এসে গেছে। এই ফটোয় ফোনের ব্যাক প্যানেল দেখা গেছে এবং এর ফলে এই আপকামিং OnePlus ফোনের লুক ও রেয়ার ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

OnePlus 13 এর ফটো

OnePlus 13 এর লঞ্চ টাইমলাইন

OnePlus 13 ফোনের এই নতুন লিকে বলা হয়েছে এই মোবাইলটি অক্টোবর 2024 এর মধ্যে মার্কেটে পেশ করা হতে পারে। অর্থাৎ এই স্মার্টফোনটি লঞ্চ হতে এখনও বেশ কয়েক মাস দেরি আছে। অন্যদিকে টেক জগতে কানাঘুষো চলছে এবার কোম্পানি OnePlus 13 এর বদলে সরাসরি OnePlus 14 লঞ্চ করতে পারে। এর কারণ চীনে ’13’ সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়।

OnePlus 13 এর স্পেসিফিকেশন (লিক)