আগামী মাসে OnePlus Ace 5 স্মার্টফোনটি চীনে লঞ্চ হতে চলেছে। এই আপকামিং ফোনটি গ্লোবাল সহ ভারতীয় বাজারে OnePlus 13R নামে লঞ্চ করা হতে পারে। কারণ আগেই মডেলেও একইরকম প্যাটার্ন দেখা গিয়েছিল। এবার লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার এফসিসি সার্টিফিকেশন সাইটে আপকামিং OnePlus 13R ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13R এর এফসিসি লিস্টিং
- আমরা ইন্দোনেশিয়ার FCC সার্টিফিকেশন সাইটে OnePlus 13R ফোনটি CPH2647 মডেল নাম্বার সহ স্পট করেছি।
- এফসিসি লিস্টিং অনুযায়ী OnePlus 13R ফোনে 5,860mAh ব্যাটারি দেওয়া হবে। এটি 6,000mAh হিসেবে সেল করা হতে পারে। এই ক্ষেত্রে ওয়ানপ্লাস 12আর ফোনের থেকে একটি বড় আপগ্রেড হতে চলেছে, কারণ এই ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
- এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং অক্সিজেন ওএস 15 সহ কাজ করবে। এই ফোনে 5G, 4G LTE, NFC এবং ডুয়েল সিম সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।
- FCC লিস্টিঙে ওয়ানপ্লাস 13আর ফোনের স্কিমেটিক্সও যোগ করা হয়েছে। তাই ওয়ানপ্লাস 13 ফোনের মতোই ফ্ল্যাট এজ এবং সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
OnePlus 13R এর সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus 13R ফোনটি ওয়ানপ্লাস এস 5 ফোনের রিব্র্যান্ড হবে বলে শোনা যাচ্ছে। লিক অনুযায়ী একইরকম স্পেসিপিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। নিচে আপকামিং OnePlus 13R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- ডিজাইন: প্রকাশ্যে আসা লিক ইমেজ অনুযায়ী OnePlus Ace 5 ফোনের মতোই OnePlus 13 ফোনের লুক হবে। এতে ফ্ল্যাট এজ এবং ক্লিনার ক্যামেরা মডিউল রয়েছে। এই ফোনটি মেটাল মিডিল ফ্রেম এবং ক্রিস্টাল শিল্ড গ্লাস সহ সিরেমিক বডি সহ টিজ করা হয়েছে।
- প্রসেসর: OnePlus Ace 5 ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। একই প্রসেসর আপকামিং OnePlus 13R ফোনেও থাকতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 5 ফোনে 6,300mAh বড় ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে এফসিসি লিস্টিং অনুযায়ী OnePlus 13R ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ডিসপ্লে: OnePlus 13R ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus 13R ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
সবশেষে জানিয়ে রাখি OnePlus 13R ফোনটি আগের মডেল OnePlus 12R ফোনের মতোই প্রিমিয়াম মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি নতুন বছরে ভারতীয় বাজারে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।