ভারতে Amazon সাইটের মাধ্যমে OnePlus 13s ফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি চীনে লঞ্চ হওয়া OnePlus 13T ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে এবং ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে OnePlus 13 ফোনের নিচে থাকবে। আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট, ডুয়েল রেয়ার ক্যামেরা, বেশ কিছু কালার এবং নতুন ফিজিক্যাল ‘প্লাস কি’ বাটন (এটি বর্তমানে Alert Slider এর পরিবর্তে থাকবে) দেওয়া হবে বলে জানিয়েছিল। এবার নতুন টিজার ভিডিওর মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন এবং তিনটি কালার অপশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 13s ফোনের ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13s এর ডিজাইন এবং কালার
- 42 সেকেন্ডের টিজার ভিডিওর মাধ্যমে ফোনের আলাদা আলাদা অ্যাঙ্গেল দেখানো হয়েছে। এর মধ্যে ফোনের বক্সী ডিজাইন, ফ্ল্যাট এজেস, ফ্ল্যাট ডিসপ্লে এবং উপরের বাঁদিকে স্কয়ারকল শেপের রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এতে ডুয়েল ভার্টিক্যাল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির টপে ইনফ্রারেড পোর্ট, নিচে USB-C পোর্ট, এবং বাঁদিকে ‘প্লাস কি’ বাটনও দেখা গেছে।
Hues that turn heads. #OnePlus13s is coming soon. pic.twitter.com/V5hnlTxCWB
— OnePlus India (@OnePlus_IN) May 15, 2025
- প্লাস কি এর মাধ্যমে সাইলেন্ট মোড চালু, ক্যামেরা অ্যাপ খোলা এবং ফ্ল্যাশ লাইট চালু করা যাবে।
- ফোনটি ব্ল্যাক, গ্রিন এবং পিঙ্কের মতো কালার অপশনে সেল করা হবে।
OnePlus 13s সম্পর্কে জানা গেছে…
- OnePlus 13s ফোনটিতে OnePlus 13 ফোনের মতো একই Qualcomm Snapdragon 8 Elite SoC থাকবে।
- এই কম্প্যাক্ট ফোনটিতে 6.32 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। OnePlus 13T ফোনটির মতো এতে সেন্টার পাঞ্চ-হোল এবং ইউনিসোক বেজাল দেওয়া হতে পারে।
- OnePlus এর বক্তব্য অনুযায়ী বিনামূল্যে গ্রিন-লাইট ডিসপ্লে সমস্যা থেকে লাইফলাইম ওয়ারেন্টটি দেওয়া হবে।
অন্যদিকে OnePlus 13T ফোনের স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে OnePlus 13s ফোনটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করা হল:
- OnePlus 13s ফোনটিতে 6.32 ইঞ্চির FHD+ LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2,400 নিটস পিক ব্রাইটনেস, Dolby Vision, এবং Wet Touch 2.0 সাপোর্ট দেওয়া হতে পারে।
- এই ফোনটি Android 15 এবং OxygenOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
- ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর (OIS ফিচারযুক্ত) এবং 50MP 2x টেলিফটো লেন্স থাকতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
- ফোনটিতে 80W ফাস্ট ওয়ার্ড চার্জিং সাপোর্টেড 6,260mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- অন্যান্য ফিচার হিসেবে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 রেটিং, 4,400mm² VC কুলিং, এবং 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, ও NFC মতো কানেক্টিভিটি অপশন থাকবে।