OnePlus 7 এর প্রথম টিজার এল সামনে, ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে হবে লঞ্চ

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OnePlus এর সিইও পেটে লাউ টুইটারে কোম্পানির আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের অফিসিয়াল টিজার জারি করেছেন। টিজারে OnePlus এর আগামী স্মার্টফোনের জন্য “Fast and Smooth” ট‍্যাগলাইন ব‍্যবহার করা হয়েছে। যদিও টিজারে ফোনটি সম্পর্কে বেশি কিছু বলা হয়নি।

BSNL ফেরবদল করল তাদের প্ল‍্যানে, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ভ‍্যালিডিটি

এই টিজারে ফোনের শুধুমাত্র একটি অংশ‌ই দেখানো হয়েছে। টিজারে দেখানো ফোনটি OnePlus 7 অথবা OnePlus 7 Pro হতে পারে। টিজার অনুযায়ী এই আগামী স্মার্টফোনের স্ক্রিন কার্ভড হবে। টিজারে ফোনের একটি দিক দেখানো হয়েছে যেখানে ফোনের এজ দেখতে অনেকটা 7 এর মতো।

কিছু রিপোর্ট অনুযায়ী OnePlus তাদের আগামী স্মার্টফোন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করবে। আগের লিক অনুযায়ী OnePlus 7 এ ফ্ল‍্যাট ডিসপ্লে থাকবে, তবে OnePlus 7 Pro তে বড় কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে 5জি ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে। কোম্পানি এখনও তাদের আগামী স্মার্টফোনের ফিচার সম্পর্কে কিছু জানায়নি।

Vodafone পেশ করল 16 টাকার “ফিল্মি রিচার্জ” প‍্যাক, পাওয়া যাবে 1 জিবি ডেটা

প্রসঙ্গত কিছু দিন আগে ভারতের বিখ্যাত টিপস্টার ঈশান অগ্ৰেওয়াল একটি টুইট করেছিলেন, যেখানে বলা হয় OnePlus 7 সিরিজ আগামী 14 মে, 2019 তারিখে করা হবে। এর আগেও কিছুরিপোর্টে বলা হয় OnePlus 7 এবছর মে মাসে লঞ্চ করা হতে পারে। এবারের নতুন লিক এই বক্তব্যকে আরও জোরালো করে তুলছে। তবে, লঞ্চ সম্পর্কে কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

আশা করা হচ্ছে OnePlus তাদের আগামী ফ্ল‍্যাগশিপের তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে OnePlus 7, OnePlus 7 Pro এবং OnePlus 7 Pro 5G লঞ্চ করা হতে পারে। দীর্ঘদিন ধরেই OnePlus 7 সিরিজের স্মার্টফোন সম্পর্কে একাধিক লিক ও ফোটো দেখা যাচ্ছে। এইসব লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়।

Oppo F11 Pro তে পাওয়া যাচ্ছে 5,000 টাকার ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

কিছু দিন আগে OnePlus 7 চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে লিস্টেড হতে দেখা যায়, যেখান থেকে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ‍্য‌ও জানা যায়। এই তথ্য অনুযায়ী ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে, যার একটি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের হবে। OnePlus 7 Pro এর ফোটো প্রথমবারের মতো লিক হল। এই ফোটো চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে স্পট করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here