খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে OnePlus 8 এবং OnePlus 8 Pro, স্পট হল আমাজনে

টেক কোম্পানি OnePlus তাদের আগামী স্মার্টফোন সিরিজ OnePlus 8 এর জন্য দীর্ঘদিন ধরে শিরোনামে উঠে রয়েছে। আশা করা হচ্ছে এই সিরিজের দুটি ফোন OnePlus 8 এবং OnePlus 8 Pro খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি OnePlus 8 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। কিন্তু এবার Amazon India এর একটি এফিলিয়েট পেজে এই ফোনের নাম দেখা গেছে, যার থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনগুলি ভারতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: এই মাসেই লঞ্চ হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, টিজ করল iQOO

ই-কমার্স সাইটে OnePlus 8 এবং OnePlus 8 Pro অ্যাডভার্টাইজিং ফি এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং সবার আগে @Divyom_DB নামের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে। আবার অন‍্য কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী OnePlus এর আগামী স্মার্টফোন 120 হার্টস ডিসপ্লে এবং ওয়ারলেস চার্জিঙের সঙ্গে পেশ করা হতে পারে।

Amazon India এর এফিলিয়েট পেজে “NEW: Mobile Phones at 1% Fixed Advertising Fee” ক‍্যাটাগরি আছে, যেখানে অন‍্যান‍্য ফোনের সঙ্গে OnePlus 8 এবং OnePlus 8 Pro এর উল্লেখ করা হয়েছে। তবে কোম্পানি এবিষয়ে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি।

আরও পড়ুন: Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে OnePlus 8 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য জানা গিয়েছিল। তথ্য অনুযায়ী এই ফোনে 6.65 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে। কোম্পানি তাদের এই ফোনটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে মার্কেটে লঞ্চ করবে। ফোটোগ্ৰাফির জন্য OnePlus 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যা 3ডি টিওএফ সেন্সরযুক্ত হবে। কোম্পানির OnePlus 8 সিরিজ 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে।

এছাড়া এই সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মধ্যে OnePlus 8 Lite ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা ফোন হবে এবং এটি মিডিয়াটেকের Dimensity 1000 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এক‌ইভাবে OnePlus 8 এবং OnePlus 8 Lite ফোনদুটিতে 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে যা 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। এই ফোনগুলিতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে এবং এগুলি ওয়ারলেস চার্জিঙ‌ও সাপোর্ট করবে। এই দুটি মডেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। কোম্পানি তাদের এই শক্তিশালী স্মার্টফোন সিরিজ এই বছরের দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুনের মাঝে লঞ্চ করা হবে।

সোর্স

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here