এই মাসেই লঞ্চ হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, টিজ করল iQOO

iQOO ব্র‍্যান্ড তাদের মাদার ব্র‍্যান্ড Vivo এর থেকে আলাদা হয়ে গেছে এবং বর্তমানে একটি স্বাধীন ব্র‍্যান্ড হিসেবে কাজ করবে। iQOO ব্র‍্যান্ডে লঞ্চ হ‌ওয়া ফোনগুলি আর ভিভোর অধীনস্থ থাকবে না এবং কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রথম ফোন লঞ্চ করে দেবে। বেশ কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি ফেব্রুয়ারি মাসেই ভারতীয় বাজারে তাদের ফ্ল‍্যাগশিপ ডিভাইস লঞ্চ করবে। এবার স্বয়ং আইকো ঘোষণা করেছে যে কোম্পানি ভারতে তাদের অন্তর্গত প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি একটি 5জি ফোন হবে।

আরও পড়ুন: Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং

iQOO তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করে তাদের আগামী ফোন সম্পর্কে জানিয়েছে। ব্র‍্যান্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে কোম্পানি ভারতে তাদের 5জি ফোন লঞ্চ করতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে তাদের এই আগামী ফোনের নাম বা লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। কিন্তু কোম্পানির এই টুইটের পর স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি ভারতে 5জি স্মার্টফোন মার্কেটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও বড় বিষয় হল কোম্পানি যদি ফেব্রুয়ারি মাসেই তাদের এই আগামী ফোনটি লঞ্চ করে দেয় তবে iQOO ভারতের প্রথম 5জি ফোন লঞ্চ করা ব্র‍্যান্ডে পরিণত হবে। কোম্পানি তাদের টুইটে হ‍্যাশট‍্যাগ #MonsterInside ব‍্যবহার করেছে, যার থেকে বোঝা যাচ্ছে কোম্পানির এই আগামী ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত একটি শক্তিশালী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে।

এতে থাকবে Snapdragon 865

iQOO এখনও পর্যন্ত তাদের ব্র‍্যান্ডের প্রথম স্মার্টফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি, তবে কোম্পানির পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে এই ফোনটির মাধ্যমে ব্র‍্যান্ড ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এন্মি নেবে। iQOO আরও জানিয়েছে ব্র‍্যান্ডের এই আগামী স্মার্টফোন কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে। অর্থাৎ এটুকু পরিস্কার হয়ে গেছে যে এই ফোনটি সত্যিই 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে। 

আরও পড়ুন: সুখবর: দাম কমে গেল 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরাযুক্ত Moto G8 Plus এর, জেনে নিন নতুন দাম

শক্তিশালী গেমিং পারফরম্যান্সের সঙ্গে থাকবে বড় ব‍্যাটারী

iQOO এর বক্তব্য অনুযায়ী কোম্পানি তাদের ফোন মোবাইল গেমিঙের কথা মাথায় রেখে বানাবে। ব্র‍্যান্ডের ফোনে একদিকে যেমন উন্নত প্রসেসর থাকবে তেমনই আবার গেম প্রেমীদের জন্য বিশেষ গেমিং ফিচার ও মোড যোগ করা হবে। এছাড়া iQOO এর কথা থেকে জানা গেছে এই ব্র‍্যান্ডের স্মার্টফোন ভারতে বেস্ট ব‍্যাটারী টেকনোলজির সঙ্গে পেশ করা হবে। তাই আশা করা হচ্ছে কোম্পানির ফোনে একদিকে যেমন বড় এম‌এএইচের ব‍্যাটারী থাকবে তেমনই আবার এই ব‍্যাটারী ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

সেল হবে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে

iQOO জানিয়েছে কোম্পানি ভারতে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে তাদের ফোন বেচবে। তবে লঞ্চের পর প্রথম দিকে ফোনগুলি বিভিন্ন অনলাইন শপিং সাইটে সেল করার কিছু দিন পর অফলাইন রিটেইল স্টোরে সেগুলি পেশ করারও সম্ভাবনা আছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল কোম্পানির ফোনগুলি ‘মেক ইন ইন্ডিয়া’ হবে এবং কোম্পানি ব‍্যাঙ্গালুরু থেকে তাদের ব‍্যবসা ও ম‍্যানুফ‍্যাকচারিং অপারেট করবে।

আরও পড়ুন: Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

iQOO আগেই ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই গোটা বিশ্বের সামনে কোম্পানির প্রথম স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও জানা গেছে ফেব্রুয়ারিতে আয়োজিত ইভেন্টটি কোম্পানির গ্লোবাল ইভেন্ট হবে এবং ভারতীয় বাজারের মাধ্যমেই iQOO তাদের স্মার্টফোন টেক জগতে পেশ করবে। এই ফোনটি সবার আগে ভারতে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ হবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এটা জানায়নি যে ফেব্রুয়ারিতে ব্র‍্যান্ডের কটি স্মার্টফোন লঞ্চ করা হবে এবং এর মধ্যেই কোনো ফোন 5জি কানেক্টিভিটিযুক্ত হবে কি না। কিন্তু আগামী দিনে iQOO 3 এবং iQOO 3 Neo নামে স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here