অত‍্যন্ত শক্তিশালী হতে চলেছে OnePlus 9 ও OnePlus 9 Pro স্মার্টফোন, এতে থাকবে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেট

OnePlus সম্পর্কে কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের আগামী স্মার্টফোন সিরিজে কাজ শুরু করে দিয়েছে এবং এই সিরিজ ‘OnePlus 9’ নামে টেক মঞ্চে পেশ করা হবে। আগামী বছর অর্থাৎ 2021 সালে এই সিরিজ লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে এই সিরিজে OnePlus 9 ও OnePlus 9 Pro নামের স্মার্টফোন পেশ করা হবে। আজ ফোনদুটি লঞ্চের আগেই এদের স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হতে দেখা গেছে।

আরও পড়ুন: 26 নভেম্বর ভারতে লঞ্চ হবে Nokia এর সস্তা স্মার্টফোন, পেশ করা হতে পারে Nokia 3.4 ও Nokia 2.4

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OnePlus 9 ও OnePlus 9 Pro ফোনদুটি স্পট করা হয়েছে। ওয়ানপ্লাসের ফোনদুটি গীকবেঞ্চে OnePlus LE2113 ও OnePlus LE2117 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে এবং বলা হচ্ছে এই ফোনদুটি যথাক্রমে OnePlus 9 ও OnePlus 9 Pro। এর মধ্যে OnePlus 9 এর লিস্টিংটি 13 নভেম্বরের এবং OnePlus 9 Pro ফোনটি গতকাল অর্থাৎ 16 নভেম্বর লিস্টেড করা হয়েছে।

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী ওয়ানপ্লাসের এই আগামী স্মার্টফোনদুটি অ্যান্ড্রয়েডের আগামী ভার্সন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। লিস্টিং থেকে জানা গেছে 1.80 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। গীকবেঞ্চের লিস্টিঙে উভয় স্মার্টফোন 8 জিবি র‍্যামের সঙ্গে দেখানো হয়েছে। মনে করা হচ্ছে এটি ফোনদুটির বেস ভেরিয়েন্ট হবে এবং এছাড়াও ফোনদুটির বড় ভেরিয়েন্টে বড় র‍্যাম দেখা যাবে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারী ও 4GB RAM এর সঙ্গে লঞ্চ হল সস্তা Vivo Y12s স্মার্টফোন

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী OnePlus 9 ও OnePlus 9 Pro তে ‘Lahaina’ কোড নেমযুক্ত মাদারবোর্ড দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই কোড নেমটি কোয়ালকমের আগামী কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেটের হতে চলেছে। বর্তমানে টেক জগত ধরেই নিয়েছে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেটটি একটি 5জি চিপসেট হবে এবং এটি অত্যন্ত স্মুথ ও ফাস্ট প্রসেসিং দিতে সক্ষম হবে। মনে করা হচ্ছে OnePlus 9 একটি অত্যন্ত শক্তিশালী 5জি স্মার্টফোন সিরিজ হতে চলেছে।

গীকবেঞ্চে OnePlus 9 ফোনটি সিঙ্গেল কোরে 1122 এবং মাল্টি কোরে 2733 পয়েন্ট পেয়েছে। এক‌ইভাবে OnePlus 9 Pro ফোনটি বেঞ্চমার্কিং সাইটে সিঙ্গেল কোরে 1115 স্কোর পেয়েছে। ফোনটিকে মাল্টি কোরে 3483 পয়েন্ট দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস 9 সিরিজের এই ফোনদুটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য ফোনদুটির লঞ্চের অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: স্পেসিফিকেশনসহ লিস্টেড হল Samsung এর সস্তা Galaxy A12, শীঘ্রই লো বাজেটে হবে লঞ্চ

সম্ভাব্য স্পেসিফিকেশন

কয়েক দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী OnePlus 9 ও OnePlus 9 Pro ফোনদুটি যথাক্রমে LE2110, LE2117, LE2119 ও LE2120 মডেল নাম্বারসহ পেশ করা হবে। বলা হয়েছে ওয়ানপ্লাস 9 সিরিজে এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া ওয়ানপ্লাস তাদের আগামী ফ্ল‍্যাগশিপ সিরিজে 144 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, IP68 রেটিং, এন‌এফসি, ডুয়েল স্টেরিও স্পীকার যোগ করতে পারে। ওয়ানপ্লাস 9 সিরিজে 65 ওয়াট ওয়‍্যার্ড চার্জিং ছাড়াও 40 ওয়াট ওয়‍্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here