গত সেপ্টেম্বর মাসে টেক কোম্পানি Nokia আন্তর্জাতিক মার্কেটে তাদের দুটি কম দামের সস্তা স্মার্টফোন Nokia 3.4 ও Nokia 2.4 নামে পেশ করেছিল। উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম আপডেটসহ এবং কিছু সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে মার্কেটে লঞ্চ করা হয়েছিল। আন্তর্জাতিক লঞ্চের পর নোকিয়ার ভারতীয় ওয়েবসাইটেও ফোনদুটি লিস্টেড করে দেওয়া হয়। বেশ কিছু দিন ওয়েবসাইটে লিস্টেড থাকার পর এবার হয়তো ভারতের মার্কেটে শীঘ্রই ফোনদুটি লঞ্চ হতে চলেছে। খবর পাওয়া গেছে আগামী 26 নভেম্বর ভারতে Nokia 3.4 ও Nokia 2.4 অফিসিয়ালি পেশ করা হবে।
নোকিয়া মোবাইল ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে। তাদের নতুন লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানি 14 সেকেন্ডের একটি ভিডিও টীজার শেয়ার করেছে, যেখানে ‘কাউন্ট ডাউন বিগিন’ করে নতুন ফোন লঞ্চের ঘোষণা করা হয়েছে। টুইট অনুযায়ী আগামী 10 দিন পর এই কাউন্ট ডাউন শেষ হবে অর্থাৎ 26 নভেম্বরের দিকে ইশারা করা হচ্ছে। এই টুইটে কোনো ফোনের নাম ঘোষণা করা হয়নি, কিন্তু মনে করা হচ্ছে 26 নভেম্বর ভারতে অফিসিয়ালি Nokia 3.4 ও Nokia 2.4 স্মার্টফোন পেশ করা হবে।
Nokia 3.4
কোম্পানির পক্ষ থেকে Nokia 3.4 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 11 রেডি। নতুন অপারেটিং সিস্টেম মার্কেটে আসা মাত্র Nokia 3.4 অ্যান্ড্রয়েড 11 এর আপডেট পেয়ে যাবে। আন্তর্জাতিক মঞ্চে ফোনটি 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ, 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি এবং 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 159 ইউরো অর্থাৎ 13,500 টাকা রাখা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Nokia 3.4 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এছাড়াও এতে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
Nokia 2.4
কোম্পানি তাদের নতুন Nokia 2.4 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে Nokia 2.4 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি আছে। Nokia 2.4 এর প্রাথমিক দাম 119 ইউরো অর্থাৎ প্রায় 10,000 টাকা রাখা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Nokia 2.4 এর ব্যাক প্যানেলে মাঝ বরাবর ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 5পি লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের 3পি ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে। Nokia 2.4 ফোনটি একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটি 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসি ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন