15 অক্টোবর ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে 50MP ক‍্যামেরার OnePlus 9 RT স্মার্টফোন

OnePlus সম্পর্কে এই কথা গত মাসেই পরিস্কার হয়ে গিয়েছিল যে কোম্পানি নিজের ‘ওয়ানপ্লাস 9’ সিরিজের ‘টি’ তে কাজ করছে আর এটিকে OnePlus 9T না বরং OnePlus 9 RT নামের সাথে বাজারে আনা হবে। ওয়ানপ্লাস অথচ এখনো পর্যন্ত এই ফোন সম্পর্কে কোনো তথ্য জানায়নি কিন্তু একটি তাজা রিপোর্টে সামনে এসেছে যে ওয়ানপ্লাস 9 আরটি স্মার্টফোন 15 October টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে।

OnePlus 9 RT এর লঞ্চ ডেটের তথ্য আপাতত লিকের মাধ্যমে‌ই সামনে এসেছে। অনলিক্স নিজের টুইটার হ‍্যান্ডেলে‌র মাধ্যমে বলেছে যে ওয়ানপ্লাস কোম্পানি নিজের এই আগামী মোবাইল ফোনটিকে অক্টোবর মাসে লঞ্চ করবে আর ওয়ানপ্লাস 9 আরটি 15 অক্টোবর টেক মঞ্চে পদক্ষেপ করতে পারে। এটি আগেই বলা হয়েছে যে OnePlus 9 RTনির্দিষ্ট বাজারে‌ই লঞ্চ করা হবে আর এতে ইন্ডিয়া‌র নাম‌ও আছে। এমতাবস্থায় এই ওয়ানপ্লাসের ফোনটি কোন দেশে সবচেয়ে আগে এন্ট্রি নেবে তার জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করতে হবে।

OnePlus 9 RT এর স্পেসিফিকেশন্স

বিভিন্ন লিকের মাধ্যমে সামনে আসা ডিটেইলসের কথা বললে OnePlus 9 RT কে কোম্পানি 120 হার্টস রিফ্রেশরেটে‌র বড়ো ডিসপ্লেতে লঞ্চ করতে পারে যা অ্যামোলেডে তৈরি হবে। লিক অনুযায়ী এই স্মার্টফোনটি সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড ওএস ভার্সন অ্যান্ড্রয়েড 12 এ লঞ্চ হত পারে যা অক্সিজেন‌ওএস 12 এ কাজ করবে। বলা হচ্ছে যে OnePlus 9 RT প্রথম স্মার্টফোন হবে যা OxygenOS 12 এর সাথে লঞ্চ হবে।

OnePlus 9 RT স্মার্টফোনে প্রসেসিং এর জন্য কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 870 প্লাস চিপসেট দেওয়ার কথা বলা হয়েছে। ফোটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওয়ানপ্লাস 9 আরটিতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার কথা লিকে সামনে এসেছে যা 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here