স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট এবং 24GB RAM সহ লঞ্চ হল OnePlus Ace 2 Pro, জেনে নিন দাম এবং ডিটেইলস

Highlights

  • চীনে লঞ্চ হয়েছে OnePlus Ace 2 Pro।
  • এতে 150 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • আগামী 23 আগস্ট থেকে এই ফোনটির সেল শুরু হবে।

অবশেষে ওয়ানপ্লাস তাদের এস সিরিজের নতুন মোবাইল OnePlus Ace 2 Pro পেশ করে দিয়েছে। এই ফোনটি কোম্পানির হোম মার্কেট চীনে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেশ কিছু শক্তিশালী ফিচার দেওয়া হয়েছে। এতে 150 ওয়াট ফাস্ট চার্জিং, 24GB RAM + 1TB স্টোরেজ, অসাধারণ 50MP Sony IMX890 ক্যামেরা এর মধ্যে অন্যতম। এই পোস্টে লেটেস্ট ওয়ানপ্লাস এস 2 প্রো ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল সস্তা স্মার্টফোন Nokia G310 5G এবং Nokia C210, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস 2 প্রো এর দাম এবং সেল

  • কোম্পানি এই লেটেস্ট ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।
  • ফোনটির বেস মডেল 12GB RAM + 256GB স্টোরেজ সহ CNY 2,999 অর্থাৎ 34,500 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ফোনটির মাঝারি ভেরিয়েন্টে 16GB RAM + 512GB মেমরি রয়েছে এবং এর দাম CNY 3,399 অর্থাৎ প্রায় 38,000 টাকা।
  • এই ফোনের টপ মডেলে 24GB RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 3,999 অর্থাৎ প্রায় 45,600 টাকা।
  • ফোনটি মেটালিক অরোরা এবং টাইটেনিয়াম গ্রে কালারে পেশ করা হয়েছে।
  • আজ থেকেই এই ফোনের প্রি অর্ডার শুরু হয়ে গেছে। এই ফোনের সেল শুরু হবে আগামী 23 আগস্ট থেকে।

ওয়ানপ্লাস এস 2 প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ওয়ানপ্লাস এস 2 প্রো ফোনটিতে 6.74-ইঞ্চির OLED স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ ব্রাইটনেস এবং 1.5K রেজলিউশন সাপোর্ট করে। এছাড়া এতে 2160Hz হাই PWM ডিমিং ফিচার এবং TUV রেইনল্যান্ড সার্টিফিকেশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করা হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 GPU রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5X RAM + 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: ওয়ানপ্লাস এস 2 প্রোতে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 150W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জার ফলে মাত্র 17 মিনিটের মধ্যে এই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের আইএমএক্স890 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের Samsung S5K3P9 লেন্স যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এতে ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 7, ব্লুটুথ, এনএফসি, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 8.98mm এবং ওজন 210 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here