Home খবর লিক হল OnePlus Ace 3 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, পাওয়া যাবে 100W ফাস্ট চার্জিং ফিচার

লিক হল OnePlus Ace 3 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, পাওয়া যাবে 100W ফাস্ট চার্জিং ফিচার

শীঘ্রই চীনের মার্কেটে লঞ্চ করা হতে পারে OnePlus Ace 3 Pro স্মার্টফোন। এই ফোনটি সম্পর্কে বিগত দীর্ঘ দিন ধরে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এবার চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবো (Weibo) অ্যাকাউন্টে এই Ace 3 Pro ফোনটি সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এই নতুন লিকের মাধ্যমে আপকামিং OnePlus ফোনের ক্যামেরা, প্রসেসর এবং চার্জিঙের মতো বিভিন্ন ফিচার সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা OnePlus Ace 3 Pro ফোনের তথ্য সম্পর্কে।

OnePlus Ace 3 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

চার্জিং: টিপস্টার DigitalChatStation (ওয়েইবো মাধ্যমে) পাওয়া বক্তব্য অনুযায়ী OnePlus Ace 3 Pro স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। আদতে এটি এস 2 প্রো ফোনের 120W চার্জিং স্পীডের চেয়ে যথেষ্ট কম।

ওয়ানপ্লাসের SUPERVOOC 100W অ্যাডপ্টরের মাধ্যমে প্রায় 27 মিনিটে 5,000mAh ব্যাটারি পুরো চার্জ করা যায়। এস 2 প্রো ফোনের 150W চার্জার 17 মিনিটে 5,000mAh ব্যাটারি চার্জ করতে সক্ষম।

OnePlus Ace 3 Pro এর সম্ভাব্য ডিজাইন

একটি অন্য টিপস্টার স্মার্ট পিকাচু (ওয়েইবো মাধ্যমে) এই ফোনের ব্যাটারি, চার্জিং এবং ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কনফর্ম জানিয়েছে। এই Ace 3 Pro ফোনে টেক্সচার্ড বডি এবং Ace 2 Pro ফোনের ডবল-লেয়ার স্প্লিসিং থেকে আলাদা হবে বলে জানানো হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের সাইট ফ্রেম সহজেই যোগ করা যেতে পারে।

OnePlus Ace 3 Pro এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

DCS এর বক্তব্য অনুযায়ী চীনে 2024 সালের তৃতীয় কোয়ার্টারের মধ্যেই OnePlus Ace 3 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এটি আগের সম্ভাব্য লঞ্চ টাইমলাইনের থেকে আলাদা। গত বছর অর্থাৎ 2023 সালের অগাস্ট মাসে Ace 2 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি ওয়ানপ্লাস 12T নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কি না দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে। গত বছর OnePlus তাদের Ace সিরিজের ফোন T সিরিজ হিসেবে লঞ্চ করার প্রথা ভেঙ্গে দিয়েছে এবং শেষ T সিরিজের ফোন লঞ্চ হতে দেখা গিয়েছিল 2022 সালে OnePlus 10T স্মার্টফোন।