লঞ্চ হল ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • লঞ্চ হল ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন।
  • এতে 16GB RAM + 512GB স্টোরেজ রয়েছে।
  • ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরে রান করে।

ফোল্ডেবল স্মার্টফোনের রেসে এবার দৌড়বে ওয়ানপ্লাস। কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে OnePlus Open স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। মুম্বাইতে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে এই ফোনটি পেশ করা হয়েছে। শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনে দুর্দান্ত ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনটি বাজারে উপস্থিত স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 5 এর সঙ্গে কড়া প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে লেটেস্ট OnePlus Open ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লিক হল iQOO 12 সিরিজের লঞ্চ ডেট এবং ব্যাটারি ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

OnePlus Open এর দাম এবং অফার

  • কোম্পানি তাদের এই নতুন ফোনটি 16GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ 1,39,000 টাকা দামে লঞ্চ করেছে।
  • আজ অর্থাৎ 19 অক্টোবর থেকে এই ফোনটি প্রিঅর্ডার করা যাবে।
  • আগামী 27 অক্টোবর থেকে এই ফোনের সেল শুরু হবে।
  • কোম্পানি এই ফোনটি কেনার সময় ICICI এবং ওয়ান কার্ড ব্যাবহার করলে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে।
  • এছাড়া এই ফোনের সঙ্গে 12 মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি EMI এর সুবিধা পাওয়া যাবে।

OnePlus Open এর ডিজাইন

ছবিতে দেখা যাচ্ছে OnePlus Open ফোনের ব্যাক প্যানেলে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং হ্যাসেলব্ল্রেড ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় এলইডি ফ্ল্যাশও রয়েছে। সব দিক থেকে ফোনটির লউক ও ডিজাইন বেশ আকর্ষণীয়। ফোনটি আনফোল্ড করলে এর ডায়মেনশন 153.4 x143.1 x 5.8 mm এবং ওজন প্রায় 239 গ্রাম। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A59 5G ফোন, বিআইএস এবং ব্লুটুথ এসআইজিতে লিস্টেড

OnePlus Open এর স্পেসিফিকেশন

  • প্রাইমারি ডিসপ্লে: এই ফোনে 7.82 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে প্যানেল ফ্লেক্সি ফ্লুইড এমোলেড LTPO 3.0 ফিচারযুক্ত। এতে 120Hz রিফ্রেশরেট, 2440×2268 পিক্সেল 2কে রেজলিউশন, 426 পিপিআই পিক্সেল ডেনসিটি, 89.6% স্ক্রিন টু বডি রেশিও, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 10 বিট কালার ডেপ্থ, 97% এনটিএস, 100 শতাংশ ডিসিআই P3 সাপোর্ট এবং 1400 থেকে 2800 নিটস ব্রাইটনেস রয়েছে। এই স্ক্রিনে আলট্রা থিন গ্লাস প্রোটেকশন এবং TÜV Rheinland আই কেয়ার সুরক্ষা আছে।
  • সেকেন্ডারি ডিসপ্লে: OnePlus Open ফোনে 6.3 ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2484 x 1116 পিক্সেল রেজলিউশন, 431 পিপিআই পিক্সেল ডেনসিটি, 20:9 আসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে দুর্দান্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করেছে। এই প্রসেসর 3.36GHz হাই ক্লক স্পীড এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: OnePlus Open ফোনটিতে কোম্পানি 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে RAM বিটা ফিচার ব্যাবহার করে 4GB, 8GB এবং 12GB পর্যন্ত RAM বাড়ানো যায়।
  • ক্যামেরা: এই ফোনে ƒ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল সোনী LYT-T808 ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে ƒ/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং OmniVision OV64B 3X অপটিক্যাল জুম সাপোর্টেড 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। এছাড়া রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ক্যামেরায় এলইডি ফ্ল্যাশের সঙ্গে OIS এবং EIS ফিচার দেওয়া হয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং, আলট্রা স্টেডি ভিডিও, স্লো মোশন, ডিজিটাল জুম এবং ডুয়েল ভিউ ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
  • ফ্রন্ট ক্যামেরা: ফোনটির ফ্রন্ট প্যানেলে ƒ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে ƒ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। এই দুটি ক্যামেরা একসঙ্গে অসাধারণ ফটোগ্রাফি করতে সক্ষম।
  • ব্যাটারি: OnePlus Open ফোনে 4805mAh ডুয়েল সেল ব্যাটারি রয়েছে। এতে 3295mAh+1510mAh নন রিমুভেবল ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 67 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 42 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।
  • কানেক্টিভিটি এবং অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএসের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। এছাড়া এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, এক্সেলেরোমিটার, নয়েস ক্যানসেলেশন, অ্যালার্ট স্লাইডার, ডলবি অ্যাটমস রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেতিন সিস্টেম এবং অক্সিজেন ওএস 13.2 এর সঙ্গে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here