শাওমির আগে কি ওয়ানপ্লাস পেশ করবে 5জি ফোন?

ভারতসহ গোটা বিশ্বে এখন 4জি ইন্টারনেটের রমরমা চলছে। ভারতে 4জি কানেক্টিভিটির জাল ছড়িয়ে পড়েছে এবং আজ প্রতিটি স্মার্টফোন ব্র‍্যান্ড ও টেলিকম কোম্পানি 4জি নেটওয়ার্কের ওপর কাজ করছে। 4জির সফলতার পর এখন সবাই 5জি কানেক্টিভিটির দিকে চেয়ে বসে আছে। কোয়ালকমের মতো প্রসিদ্ধ চিপসেট ও প্রসেসর প্রস্ততকারক কোম্পানি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে তারা 5জি সাপোর্ট করে এমন চিপসেট বানাতে সক্ষম হয়েছে। কিছু স্মার্টফোন ব্র‍্যান্ড‌ও আগামী বছর 5জি ফোন লঞ্চের কথা জানিয়েছে। এখন একটি নতুন খবর পাওয়া গেছে যে টেক কোম্পানি ওয়ানপ্লাস তাদের 5জি সাপোর্টেড ফোন লঞ্চের জন্য একটি নতুন ব্র‍্যান্ড পেশ করবে।

জিও টিভি ও জিও সিনেমা আর ফ্রি থাকবে না, করাতে হবে আলাদা রিচার্জ

ওয়ানপ্লাস সিনেটকে জানিয়েছে কোম্পানি আগামী বছর অর্থাৎ 2019 সালে 5জি ফোন লঞ্চ করবে তবে এই ফোন কোম্পানি কোনো নতুন ব্র‍্যান্ডিঙের সঙ্গে লঞ্চ করবে। এতদিন কোম্পানি ওয়ানপ্লাস 5, 5টি ও ওয়ানপ্লাস 6, 6টি নামে ফোন লঞ্চ করত, কিন্তু কোম্পানির 5জি ফোন কোম্পানি তাদের নতুন ব্র‍্যান্ডেই পেশ করবে। যেভাবে শাওমি “পোকোফোন” ও ওপ্পো “রিয়েলমি” লঞ্চ করেছে এক‌ই ভাবে ওয়ানপ্লাস‌ও তাদের নতুন সাব ব্র‍্যান্ড পেশ করতে পারে।

ওয়ানপ্লাস তাদের নতুন সাব ব্র‍্যান্ডের মাধ্যমেই 5জি ফোন লঞ্চ করবে। এখন টেক জগতে আশা করা হচ্ছে আগামী বছর বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে ওয়ানপ্লাস তাদের নতুন ব্র‍্যান্ড ও 5জি স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির সাব ব্র‍্যান্ডের নাম কি হবে এবং 5জি ফোন কি নামে লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।

স‍্যামসাং পেশ করল দুটি ডিসপ্লেওয়ালা বিশেষ ফ্লিপ ফোন

কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে কোম্পানির আগামী স্মার্টফোন ওয়ানপ্লাস 7 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হবে এবং এটিই কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন হবে। তবে ওয়ানপ্লাস 7 এর 5জি সাপোর্টের সঙ্গে পেশ করার আশা অত্যন্ত কম। ওয়ানপ্লাস টাইটেলের সঙ্গে লঞ্চ করা সব ফোন “ফ্ল‍্যাগশিপ কিলার” স্মার্টফোন বলা হয়। কম দামে অসাধারন স্পেসিফিকেশন দেওয়ার জন্য এই নাম দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস 7 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ করলে এর দাম স্বাভাবিক ভাবে একটু বেশি হবে। কিন্তু ওয়ানপ্লাস ব্র‍্যান্ডে কোনো দামি ফোন লঞ্চ করে কোম্পানি “ফ্ল‍্যাগশিপ কিলার” খেতাব কোনো ভাবেই হারাতে চাইবে না। তাই 5জি ফোন লঞ্চের জন্য ওয়ানপ্লাসের একটি নতুন সাব ব্র‍্যান্ড পেশ করা স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here