জিও টিভি ও জিও সিনেমা আর ফ্রি থাকবে না, করাতে হবে আলাদা রিচার্জ

রিলায়েন্স জিও টেলিকম জগত বদলে রেখে দিয়েছে। জিও আসার আগে ইন্টারনেট ও ভয়েস কলের জন্য বড় অঙ্কের টাকা রিচার্জ করতে হত,।কিন্তু জিও আসার পর দীর্ঘ দিন পর্যন্ত সব সার্ভিস ফ্রিতে দিয়েছে। ফ্রি সার্ভিস শেষ হ‌ওয়ার পরেও জিও অত‍্যন্ত কম দামে 4জি ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কল ও এস‌এম‌এস সার্ভিস দেয়। শুধু এই টেলিকম সার্ভিসগুলি নয় বরং ইউজারদের বিনোদনের জন্য জিও জিও টিভি ও জিও সিনেমার মতো অ্যাপ ইউজারদের জন্য ফ্রি করে রেখেছে। কিন্তু এখন একটি অবাক করা খবর পাওয়া গেছে যেখানে বলা হয়েছে জিওর এই ফ্রি সার্ভিসের জন্য আলাদা করে দাম দিতে হবে।

স‍্যামসাং পেশ করল দুটি ডিসপ্লেওয়ালা বিশেষ ফ্লিপ ফোন

এখন জিও নাম্বারের সঙ্গেই মাই জিও অ্যাপ জারি করা আছে যা জিও নাম্বারে ডাউনলোড করা যায়। মাই জিও অ্যাপের সঙ্গে জিও টিভি ও জিও সিনেমার মতো অ্যাপ কোম্পানির পক্ষ থেকে ইউজারদের জন্য পেশ করা হয়েছে। কোনো রকম অতিরিক্ত দাম বা রিচার্জ ছাড়াই এইসব অ্যাপের কন্টেন্ট অনলাইন দেখা যায়। এইসব অ্যাপ ব‍্যবহার করতে শুধুমাত্র ইন্টারনেট ডেটার প্রয়োজন হত এবং এর ব‍্যবহার সম্পূর্ণ ফ্রি ছিল। এই অ্যাপে টিভি সিরিয়াল, ফিল্মের সঙ্গে লাইভ ক্রিকেট ম‍্যাচ‌ও দেখা যায়।

কিন্তু জিও ইউজারদের চমকে দিয়ে একটি নতুন খবর পাওয়া গেছে এবং এতে বলা হয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি জিও টিভি ও জিও সিনেমার ফ্রি সার্ভিস বন্ধ করে দিতে পারে। টেলিকম টক রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং ফার্ম স্ট্র‍্যাটেজি এনলিটিকের রিপোর্টের ওপর ভিত্তি করে এই খবর দিয়েছে যে রিলায়েন্স জিও তাদের অ্যাপ সার্ভিসের ফ্রি অ্যাকসেস বন্ধ করে দিতে পারে। এতদিন কোম্পানির একটি রিচার্জ করেই ইন্টারনেট ডেটা, এস‌এম‌এস ও ভয়েস কলের সঙ্গে ফ্রিতে জিও অ্যাপের ব‍্যবহার‌ও করা যেত তবে আগামী দিনে কোম্পানি তাদের অ্যাপের প্রিমিয়াম মডেল পেশ করতে পারে। অর্থাৎ জিও টিভি ও জিও সিনেমা দেখার জন্য আলাদা দাম দিতে হবে।

শাওমি ফ‍্যানদের জন্য ঝটকা : রেডমি স্মার্টফোনের সঙ্গে দাম বাড়ল বেশ কিছু শাওমি প্রোডাক্টের, মূল‍্যবৃদ্ধি হল 2,000 টাকা পর্যন্ত
প্রিমিয়াম মডেল কি?

ফেসবুক ও হোয়াটস‌অ্যাপ সবাই ব‍্যবহার করেন। এইসব অ্যাপ সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ ফেসবুক চালানোর জন্য বা হোয়াটসঅ্যাপে ম‍্যাসেজ পাঠানোর জন্য কোনো দাম দিতে হয় না। এই দুটি ফ্রি অ্যাপের উদাহরণ।
কিন্তু যদি আপনি নেটফ্লিক্স বা আমাজন প্রাইম ব‍্যবহার করেন তবে আপনাকে মাসিক ভিত্তিতে দাম দিতে হয়। বিভিন্ন প্ল‍্যান আছে, তার মধ্যে একটি রিচার্জ করার পরেই আপনি এইসব অ্যাপ ব‍্যবহার করতে পারবেন। এইসব অ্যাপকেই প্রিমিয়াম অ্যাপ বলা হয়।

এই দুটি অ্যাপ ছাড়া এমন অনেক অ্যাপ আছে যা কোম্পানি কিছু দিনের জন্য ফ্রিতে ব‍্যবহার করতে দেয় কিন্তু একটি নির্দিষ্ট সময় ব‍্যবহার করার পর বা একটি নির্দিষ্ট সময় পার হ‌ওয়ার পর এর ব‍্যবহারের জন্য দাম দিতে হয়। অর্থাৎ 30 দিনের মধ‍্যে 10 দিন অ্যাপটি ফ্রি চলবে কিন্তু এই 10 দিন পার হয়ে যাওয়ার পরেও ব‍্যবহারের জন্য দাম দিতে হবে। এগুলি প্রিমিয়াম অ্যাপ।

এক্সক্লুসিভ : 28শে নভেম্বর ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া 8.1, ওপ্পো-ভিভোকে কড়া টক্কর দেবে এই ফোন

রিলায়েন্স জিওর ব‍্যাপারে বলা হচ্ছে কোম্পানি জিও টিভি ও জিও সিনেমার প্রিমিয়াম মডেল পেশ করবে। এতে কয়েক মিনিট ফ্রি অ্যাকসেস করা যাবে তার প‍্য ভিডিও কনটিনিউ দেখার জন্য দাম দিতে হবে। তবে রিলায়েন্স জিওর তরফ থেকে এখনও পর্যন্ত জিও টিভি ও জিও সিনেমার পেইড ইউজ বা প্রিমিয়াম মডেলের বিষয়ে কিছু বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here