স‍্যামসাং পেশ করল দুটি ডিসপ্লেওয়ালা বিশেষ ফ্লিপ ফোন

কিছু দিন আগে স‍্যামসাঙের ফ্লিপ ফোন ডব্লিউ2019 মিডিয়া ইনভাইটের সামনে আসে এবং সেখানে ফোনটির লঞ্চ সম্পর্কেও বলা হয়। স‍্যামসাং এই সুন্দর স্মার্টফোন টেক মঞ্চে পেশ করে দিয়েছে। এই ফোনটি গত বছর লঞ্চ হ‌ওয়া ফ্লিপ ফোন ডব্লিউ2018 এর অ্যাডভান্স ভার্সন। অত‍্যন্ত সুন্দর লুক ও অসাধারণ ডিজাইন‌ওয়ালা এই ফ্লিপ অ্যান্ড্রয়েড স‍্যামসাঙের পক্ষ থেকে পেশ করে দেওয়া হয়েছে। ডুয়েল ডিসপ্লের সঙ্গে ফোনটি অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত।

শাওমি ফ‍্যানদের জন্য ঝটকা : রেডমি স্মার্টফোনের সঙ্গে দাম বাড়ল বেশ কিছু শাওমি প্রোডাক্টের, মূল‍্যবৃদ্ধি হল 2,000 টাকা পর্যন্ত

স‍্যামসাং ডব্লিউ2019 দুটি ফোল্ডে প‍্যানেলে ডিসপ্লে দেওয়া হয়েছে অর্থাৎ ফোনটি দুটি স্ক্রিন সাপোর্ট করে। ফোনটির দুটি প‍্যানেলে 4.2 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডব্লিউ2019 অ্যান্ড্রয়েড 8.1 অরিওসহ পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। কোম্পানি এতে 6 জিবি র‍্যাম দিয়েছে। স‍্যামসাং ফোনটির 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত দুটি ভেরিয়েন্ট পেশ করেছে। দুটি ভেরিয়েন্টেই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য ডব্লিউ2019 ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর‌ই 12 মেগাপিক্সেলের। একটি ক‍্যামেরা সেন্সর এফ/1.5 অ্যাপার্চারযুক্ত ও দ্বিতীয় ক‍্যামেরা সেন্সর এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই ফোনে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ডিজিটাল অ্যাসিসটেন্টের জন্য এতে বিক্সবে বাটন‌ও দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ : 28শে নভেম্বর ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া 8.1, ওপ্পো-ভিভোকে কড়া টক্কর দেবে এই ফোন

উ2019 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। এতে এন‌এফসি, ব্লুটুথ ও এএনটি+ এর মতো কানেক্টিভিটি অপশন আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,070 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি অত‍্যন্ত দামী অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি এবং গ্লাস প‍্যানেলের সঙ্গে ডায়মন্ড কাট সাপোর্ট করে। স‍্যামসাং ডব্লিউ2019 ফোনটি চীনের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে দিয়েছে কিন্তু ফোনটির দাম এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ফোনটি লাখ টাকার ওপরে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here