প্রকাশ্যে এল OPPO A3 Pro 5G স্মার্টফোনের ডিজাইন, লঞ্চের আগেই লিক হল রেন্ডার

আগামী কয়েক মাসের মধ্যে OPPO তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। কোম্পানি OPPO A3 5G এবং OPPO A3 Pro 5G ফোন দুটি লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত এই দুটি ফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু লিকের মাধ্যমে এ3 প্রো মডেলের রেন্ডার প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে।

OPPO A3 Pro 5G এর রেন্ডার (লিক)

OPPO A3 Pro 5G ফোনটির রেন্ডারের মাধ্যমে এই ফোনটির ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপসটার স্টিভ হ্যামরস্টোকার (অনলিক্স) এই তথ্য শেয়ার করেছে।

  • OPPO A3 Pro 5G ফোনটির ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এতে দুটি সেন্সের, ডামি ইউনিট এবং এলইডি ফ্লাশ থাকবে।
  • এই স্মার্টফোনটি অত্যন্ত পাতলা হবে। এই ফোনটির ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন যোগ করা হয়েছে।
  • OPPO A3 Pro 5G ফোনটির সামনের দিকে কর্নারে পাতলা বেজল এবং ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। তবে ওপর ও নীচের দিকে অপেক্ষাকিত কম চিন পার্ট দেখা যাবে।
  • এই ফোনটির ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন দেখা যাবে। ফোনটির নীচেরদিকে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার গ্রিল রয়েছে।
  • লিক অনুযায়ী OPPO A3 Pro 5G ফোনটিতে ডায়মেনসিটি 162.7 x 74.5 x 7.8 মিমি থাকবে। এতে 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এখনও পর্যন্ত অন্যান্য ডিসপ্লে ফিচারস ডিটেইলস জানা যায়নি।

OPPO A2 Pro এর স্পেসিফিকেশন

নতুন OPPO A3 Pro 5G ফোনটি গত বছর A2 Pro ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। তাই নিচে A2 Pro ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

  • ডিসপ্লে: OPPO A2 Pro 5G ফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.70 ইঞ্চির 3ডি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এর সঙ্গে এতে 950 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে RAM expansion technology দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এর সঙ্গে 12GB virtual RAM যোগ করা যায় যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্স্র এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: OPPO A2 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ ক্রার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6 এবং Bluetooth 5.3 এর মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here