6 জিবি র‍্যাম, 4230 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল OPPO A31 

টেক কোম্পানি OPPO কিছু দিন আগে আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ফোন  OPPO A31 পেশ করেছিল। আকর্ষণীয় লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনটি এবার কোম্পানির পক্ষ থেকে ভারতীয় মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। OPPO এর অফিসিয়াল ওয়েবসাইটে OPPO A31 এর প্রোডাক্ট পেজ বানানো হয়েছে এবং এখানে ফোনটির সমস্ত ডিটেইলস লেখা আছে। কোম্পানি তাদের OPPO A31 ফোনটি অফিসিয়ালি পেশ করা হলেও ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটির দাম সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন: 6000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M31, দাম শুরু 14999 টাকা থেকে

OPPO A31 

কোম্পানির পক্ষ থেকে OPPO A31 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। OPPO A31 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লেযুক্ত। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। OPPO A31 অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি হেলিও পি35 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে জিই8320 জিপিইউ আছে।

ভারতীয় মার্কেটে OPPO A31 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম যোগ করা হয়েছে। এক‌ইভাবে OPPO A31 এ 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। উভয় ভেরিয়েন্টের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল

ফোটোগ্রাফির জন্য OPPO A31 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানির ওয়েবসাইটে OPPO A31 ফোনটি Mystery Black ও Fantasy White কালার ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। সিকিউরিটির জন্য OPPO A31 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A31 এ 4,230 এম‌এএইচের ব‍্যাটারী আছে। তবে এই ফোনটি কবে থেকে সেল করা হবে এবং ফোনটির দাম কত হবে তা জানার জন্য কোম্পানির আগামী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here