OPPO তাদের হোম মার্কেট চীনে কোম্পানির “এ” সিরিজের অধীনে একটি নতুন ফোন হিসাবে OPPO A3i Plus 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই মিড বাজেট ফোনে 12GB RAM এবং Snapdragon 695 প্রসেসরের ক্ষমতা রয়েছে। এই নতুন ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO A3i Plus ফোনের দাম
- 12GB RAM + 256GB Storage – CNY 1299 (প্রায় ₹15,550)
- 12GB RAM + 512GB Storage – CNY 1499 (প্রায় ₹17,950)
চীনে OPPO A3i Plus ফোনটি 12GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1299 এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1499 রাখা হয়েছে। ভারতীয় দাম অনুযায়ী এই দাম প্রায় 15,550 টাকা এবং 17,950 টাকার কাছাকাছি। চীনের মার্কেটে এই ফোনটি Black, Green এবং Purple কালার অপশনে সেল করা হবে। OPPO A3i Plus ফোনটি ভারতে সেল করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি।
OPPO A3i Plus ফোনের স্পেসিফিকেশন
- 6.7″ 120Hz AMOLED Screen
- 12GB RAM + 512GB Storage
- Qualcomm Snapdragon 695
- 50MP Dual Back Camera
- 8MP Front Camera
- 5,000mAh Battery
- 45W Flash Charge
ডিসপ্লে
OPPO A3i Plus ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেসে কাজ করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
পারফরমেন্স
OPPO A3i Plus ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি ColorOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর রয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
চীনের বাজারে OPPO A3i Plus 5G ফোনটি 12GB RAM সহ পেশ করা হয়েছে। LPDDR4x RAM টেকনোলজি সহ চীনে এই ফোনটি 256GB এবং 512GB মেমরি অপশনে সেল করা হবে। উভয় মডেলে UFS 2.2 Storage ইয়েকনলজি যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO A3i Plus 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A3i Plus 5G ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেইয়া হয়েছে।