4230mAh ব‍্যাটারী, 3GB RAM ও 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ আসছে ওপ্পোর সস্তা স্মার্টফোন OPPO A15

ওপ্পো অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ভারতে কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে চলেছে এবং তাদের আগামী স্মার্টফোন OPPO A15 নামে লঝ করা হবে। এই ফোনটি লো বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখন‌ও পর্যন্ত OPPO A15 এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি, তবে ফোনটি লঞ্চের আগেই আমরা এমন এক খবর হাতে পেয়েছি যেখান থেকে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন জানা গেছে।

আরও পড়ুন: 10,999 টাকা দামে লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা 64MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, এতে আছে 6.8 ইঞ্চির ডিসপ্লে ও 5000mAh ব‍্যাটারী

সোর্স থেকে পাওয়া আমাদের খবর অনুযায়ী OPPO A15 এ 6.52 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। ফোটোয় দেখা গেছে ফোনটির ডিসপ্লেতে তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্টযুক্ত হবে। রিপোর্ট অনুযায়ী ফোনটির পিক্সেল ডেনসিটি হবে 269 পিপিআই। এছাড়া ফোনটির ডায়মেনশন 164 × 75 × 8 এম‌এম ও ওজন 175 গ্ৰাম।

OPPO A15 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে যা কালার‌ওএসে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হবে বলে আমরা আগেই রিপোর্টে জানিয়েছি। ভারতে ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হবে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: 8GB RAM ও 6টি ক‍্যামেরাযুক্ত OPPO Reno 3 Pro কেনার সুবর্ণ সুযোগ, পুজোর আগেই কমে গেল দাম

OPPO A15 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ট্রেন্ডি স্কোয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ক‍্যামেরা সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। খবর পাওয়া গেছে এই ফোনে সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

OPPO A15 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হবে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। আগামী 17 অক্টোবর থেকে আমাজনের গ্ৰেট ইন্ডিয়া শপিং ফেস্টিভ্যালে এই ফোনটি প্রথম সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here