আবার কমলো 4 জিবি র‍্যাম ও 4030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A7 এর দাম, জেনে নিন নতুন দাম

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO এই বছরের শুরুতে ভারতীয় মার্কেটে OPPO A7 এর একটি ছোট ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। এই ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 14,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু মার্কেটে এর আগে থেকেই ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ছিল যা 16,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে লঞ্চের পর থেকেই ফোন দুটির দাম বেশ কয়েকবার কমানো হয়েছে।

3 বছরেরও কম সময়ে Reliance Jio হয়ে গেছে নাম্বার ওয়ান, গড়লো নতুন ইতিহাস

কোম্পানি আরও একবার ফোনটির বড়ো মডেল অর্থাৎ 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমালো। আমরা এই প্রাইস কাটের কথা মোবাইল রিটেইলারদের থেকে পেয়েছি। OPPO A7 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অফলাইন স্টোরে 12,990 টাকা দামে বেচা হচ্ছে। কিন্তু ফ্লিপকার্টে এই ফোনটি 13,990 টাকা এবং আমাজন ইন্ডিয়ায় 12,990 টাকা দামে সেল করা হচ্ছে।

ফিচার ও স্পেসিফিকেশন
OPPO A7 এ 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওযুক্ত কালার ওএস 5.2 সহ কাজ করে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে। এতে 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Vivo Z1 Pro এর জন্য আর করতে হবে না অপেক্ষা, শুরু হলো ওপেন সেল

ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। OPPO A7 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

OPPO A7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here