3 বছরেরও কম সময়ে Reliance Jio হয়ে গেছে নাম্বার ওয়ান, গড়লো নতুন ইতিহাস

টেলিকম সেক্টরে তিন বছর পূর্ণ হ‌ওয়ার আগেই Reliance Jio দেশের এক নাম্বার ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। কয়েক দিন আগে সাম vs আইয়ের রিপোর্টে দেখা যায় এয়ারটেল ইন্ডিয়া এক নাম্বার স্থান থেকে পিছিয়ে এসে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে। আর Reliance Jio সেই জায়গা দখল করে এখন দেশের এক নাম্বার ব্র‍্যান্ডের আসনে বসে। কোম্পানির গ্ৰাহক সংখ্যা এখন 33 কোটিরও বেশি। ভোডাফোন-আইডিয়া 32 কোটি গ্ৰাহকের সঙ্গে দ্বিতীয় স্থানে আছে।

Vivo Z1 Pro এর জন্য আর করতে হবে না অপেক্ষা, শুরু হলো ওপেন সেল

গত সপ্তাহে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) দ্বারা Reliance Jio সম্পর্কে পেশ করা মান্থলি সাবস্ক্রাইবার রিপোর্ট থেকে জানা যায় Reliance Jio বর্তমানে টেলিকম সেক্টরের দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। কিন্তু এবার কোম্পানি তাদের গ্ৰাহকদের সংখ্যা দ্বারা ভোডাফোন-আইডিয়ার জোটকেও পিছিয়ে দিয়েছে। এর ফলে বর্তমানে দেশের এক নাম্বার টেলিকম ব্র‍্যান্ড Reliance Jio।

ট্রাই গত 19 জুলাই মাসিক টেলিকম রিপোর্ট পেশ করেছিল। এই রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের মোট টেলিকম ইউজার 116 কোটি। অথচ Reliance Jio এর একার ইউজার 331.3 মিলিয়ন। জুন মাসে ভোডাফোন-আইডিয়ার কাছে 320 মিলিয়ন গ্ৰাহক ছিল।

8 জিবি র‍্যাম, পপ আপ সেলফি ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Honor 9X Pro, পেশ হলো Honor 9X ও

ভোডাফোন-আইডিয়া একটি বক্তব্যে জানায়, “আমাদের গ্ৰাহক সংখ্যা চলতি বছর 2019 এর দ্বিতীয় তিন মাসে 334.1 মিলিয়ন থেকে কমে 320.0 মিলিয়ন হয়ে গেছে। ভোডাফোন ও আইডিয়ার হাত মেলানোর পর কোম্পানি এতদিন দেশের সবচেয়ে বড়ো টেলিকম ব্র‍্যান্ড ছিল। দুটি কোম্পানির জোট বন্ধনের পর তাদের মিলিত গ্ৰাহক সংখ‍্যা ছিল 400 মিলিয়ন।

Reliance Jio তাদের যাত্রা শুরু করে তিন বছর আগে 2016 সালের সেপ্টেম্বর মাসে। তাদের লঞ্চের সময় থেকেই সস্তা ডেটা ট‍্যারিফ ও ফ্রি ভয়েস কলের সুবাদে কোম্পানি গ্ৰাহকদের সংখ্যা বাড়াতেই থাকে এবং টেলিকম সেক্টরে নিজের আলাদা অস্তিত্ব গড়ে তোলে। এই সময় এয়ারটেল এক নাম্বারের আসনে বসে ছিল। ভোডাফোন ও আইডিয়া তখন দুটি আলাদা ব্র‍্যান্ড ছিল। তখনকার দিনে মোবাইল ডেটার দাম‌ও ছিল অত্যন্ত বেশি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here