Vivo Z1 Pro এর জন্য আর করতে হবে না অপেক্ষা, শুরু হলো ওপেন সেল

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo Z1 Pro ফোনটি ওপেন সেলের মাধ্যমে বেচা শুরু করে দিয়েছে। লঞ্চের পর থেকে এই ফোনটি ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার ই স্টোরে ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বেচা হচ্ছিল।

8 জিবি র‍্যাম, পপ আপ সেলফি ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Honor 9X Pro, পেশ হলো Honor 9X ও

অর্থাৎ এখন থেকে কোনো ব‍্যাক্তিকে Vivo Z1 Pro কেনার জন্য ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না এবং যখন ইচ্ছা ফোনটি ওপেন সেলের মাধ্যমে কেনা যাবে। প্রসঙ্গত এই মাসেই Vivo Z1 Pro ভারতে 14,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল।

দাম
Vivo Z1 Pro এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,990 টাকা, 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,990 ও 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,990 টাকা। এই ফোনটি মিরর ব্যাক, সনিক ব্লু ও সনিক ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

12 আগস্ট লঞ্চ হতে পারে Jio GigaFiber, পাওয়া যাবে 100 জিবি পর্যন্ত কম্প্লিমেন্টারি ডেটা

স্পেসিফিকেশন
Vivo Z1 Pro তে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন SD712 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo Z1 Pro তে AI ফেস বিউটি ফিচারযুক্ত 32 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি শুটারের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের থার্ড ক‍্যামেরা সেন্সর আছে।

Xiaomi এর নতুন দান, কমানো হলো তিনটি স্মার্ট টিভির দাম

এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এই ফোনটি বিশেষভাবে আজকের যুব সমাজের জন্য ডিজাইন করেছে এবং এটি মাল্টি টাস্কিং ফিচারযুক্ত। উন্নত গেমিং কোয়ালিটির জন্য Vivo Z1 Pro তে গেম টার্বো ও কুলিং টার্বো ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here