দীর্ঘদিন ধরেই চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ওপ্পোর আগামী মিড রেঞ্জ ফোন Oppo A92s সম্পর্কে সমালোচনা চলছে। ওপ্পোর এই আগামী ফোনটি কোম্পানি তাদের ‘এ’ সিরিজে 5জি কানেক্টিভিটি ফিচারের সঙ্গে লঞ্চ করা হবে এবং এটি এই সিরিজের প্রথম 5জি ফোন হবে। কয়েক দিন আগের লিক থেকে ফোনটির কিছু ফিচার, দাম ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। সার্টিবিকেশন সাইট MIIT এবং TENAA তে এই ফোনটি PDKM00 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এবার টেনাতে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পট হল Realme 5G স্মার্টফোন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ
কোম্পানি তাদের Oppo A92s ফোনটি কবে লঞ্চ করবে সেবিষয়ে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু দেখে মনে করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করবে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব মনে করা হচ্ছে এই ফোনের 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লেকে। এই ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে বলে জানা গেছে।
দাম
কয়েক দিন আগে এই ফোনটির একটি নতুন পোস্টার লিক হয়েছে, এই পোস্টার অনুযায়ী কোম্পানির আগামী Oppo A92s ফোনটি ব্ল্যাক, হোয়াইট ও পিঙ্ক এই তিনটি কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। কিছু দিন আগের আরেকটি লিক থেকে জানা গেছে চীনে ফোনটি 2,499 ইউয়ান (প্রায় 27,000 হাজার টাকার কাছাকাছি) দামে লঞ্চ করা হতে পারে।
আরও পড়ুন: Samsung ইউজাররা সাবধান! এখন ফোন আপডেট করলে হতে পারে খারাপ
Oppo A92s স্পেসিফিকেশন
টেনার লিস্টিং অনুযায়ী Oppo A92s ফোনটি 6.57 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 1080 × 2400 পিক্সেল এবং আসপেক্ট রেশিও 20:9 হবে। এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে। আবার গীকবেঞ্চের তথ্য অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 800 5জি প্রসেসর থাকবে। এছাড়া চীনে ফোনটি 6 জিবি, 8 জিবি এবং 12 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরিসহ লঞ্চ করা হবে।
ওয়েবসাইটে Oppo A92s ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










